AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পটল কুমারের বেলি ডান্স! ভিডিয়োতে দেখুন হিয়ার নাচ

স্টার জলসার সিরিায়ল ‘পটলকুমার গানওয়ালা’-র অনস্ক্রিন ‘মা’-এর চরিত্রে অভিনয় করেছিলেন অনিন্দিতা রায়চৌধুরি। পটলের বেলি ডান্স দেখেছেন অনিন্দিতা। তাঁকে জিজ্ঞেস করা হল, ভিডিওগুলো দেখে কী মনে হল?

পটল কুমারের বেলি ডান্স! ভিডিয়োতে দেখুন হিয়ার নাচ
হিয়া দে।
| Updated on: Feb 10, 2021 | 7:32 PM
Share

এই পটল আর সেই ‘পটল’ নেই!

বুঝতে পারেননি তো! হিয়া ‘পটলকুমার’ দে আর গান গেয়ে নয়, বেলি ডান্সে নেটদুনিয়া কাঁপাচ্ছেন।

আরও পড়ুন ছেলের নাম মাইক টাইসন! মায়ের পোস্টে অপলক দৃষ্টিতে তাকিয়ে আব্রাম

স্টার জলসায় সম্প্রচারিত জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পটলকুমার গানওয়ালা’র পটল মানে শিশুশিল্পী হিয়া দে এখন আর ‘শিশু’ নয়। তার শেষ অভিনীত সিরিয়াল ছিল ‘আলো ছায়া’। অভিনয়ের সঙ্গে সঙ্গে পড়াশোনাওতেও বেশ ভাল হিয়া। তবে পড়াশোনার ফাঁকে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হিয়া।

কেন?

View this post on Instagram

A post shared by Hiya Dey (@dustu477)

ইনস্টা রিলে বেলি ড্যান্স করছে হিয়া। এবং সেই ভিডিওতে একের পর এক রিঅ্যাকশন। চার-পাঁচ হাজার লাইকস পড়ছে পোস্টে। হিয়া দে-র ইনস্টা ফলোয়ার্স ৩০০০ ছুঁইছুঁই। ভিডিও-ছবি নিয়মিত পোস্ট করে হিয়া।  কখনও বন্ধুবান্ধব তো কখন পরিবারের মানুষজনের সঙ্গে ছবি পোস্ট করেছে। তবে বেলি ডান্সের ভিডিও পোস্ট করা শুরু করেছেন কিছুদিন হয়েছে।

স্টার জলসার সিরিয়াল ‘পটলকুমার গানওয়ালা’-র অনস্ক্রিন ‘মা’-এর চরিত্রে অভিনয় করেছিলেন অনিন্দিতা রায়চৌধুরি। পটলের বেলি ডান্স দেখেছেন অনিন্দিতাও। তাঁকে জিজ্ঞেস করা হল, ভিডিওগুলো দেখে কেমন লাগল?

View this post on Instagram

A post shared by Hiya Dey (@dustu477)

অনিন্দিতা বললেন, “আসলে আমি ওকে একেবারে ছোটবেলা থেকে চিনি। প্রায় চার-পাঁচ বছর তো হয়েই গেল। স্ক্রিনে ওর প্রথম ‘মা’ ছিলাম আমি। হিয়া এখন অনেক বড় হয়ে গিয়েছে। কিন্তু এখনও আমার কাছে ও ছোটই। এই ভিডিওগুলো দেখে এটাই মনে হয়েছে, যে পড়াশোনার সঙ্গে যদি এই ডান্স চালিয়ে যায় তাহলে খুব ভাল। ও ভাল অভিনেত্রী, অভিনয়ও চালিয়ে যেতে হবে। ও সুস্থ থাকুক ভালভাবে আরও বড় হোক।”

View this post on Instagram

A post shared by Hiya Dey (@dustu477)