AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করিশ্মার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আচমকা উধাও টাকা!

এর আগে, ১২ই সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, প্রিয়া সচদেব যেন ১২ই জুন, সঞ্জয় কাপুরের মৃত্যুর দিন পর্যন্ত তার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব জমা দেন। শুনানিতে প্রিয়া বলেন, তিনি সম্পত্তির তথ্য দিতে পিছপা নন, তবে ওই পক্ষকে এনডিএতে সই করতেই হবে।

করিশ্মার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আচমকা উধাও টাকা!
| Updated on: Sep 25, 2025 | 4:23 PM
Share

করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে বিবাদ যেন মিটেও মিটছে না। প্রয়াত সঞ্জয়ের বর্তমান স্ত্রী পিয়ার সঙ্গে করিশ্মা ও করিশ্মার দুই সন্তানের সম্পত্তি নিয়ে আদালতে একের পর এক মামলা চলছে, তা নিয়ে রীতিমতো শোরগোল বলিপাড়া। আর এবার আদালতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন, করিশ্মার দুই সন্তান!

এর আগে, ১২ই সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, প্রিয়া সচদেব যেন ১২ই জুন, সঞ্জয় কাপুরের মৃত্যুর দিন পর্যন্ত তার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব জমা দেন। শুনানিতে প্রিয়া বলেন, তিনি সম্পত্তির তথ্য দিতে পিছপা নন, তবে ওই পক্ষকে এনডিএতে সই করতেই হবে। তিনি জানান, সম্পদের সঙ্গে জড়িত অনেক সংবেদনশীল আর্থিক তথ্য আছে, যা ফাঁস হলে অপূরণীয় ক্ষতি হতে পারে।

তিনি আরও বলেন, “মিডিয়াতে সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে। শুনানির পর আদালতের বাইরে যেভাবে প্রেস কনফারেন্স করা হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। কেন গোটা জনগণের জানার অধিকার থাকবে ব্যক্তিগত ব্যাংক তথ্যের উপর? সাইবার নিরাপত্তার ঝুঁকি রয়েছে।”

অন্যদিকে, করিশ্মা কাপুরের সন্তানের পক্ষে আইনজীবী দাবি করেন, সঞ্জয় কাপুরের রেখে যাওয়া একটি তথাকথিত উইল অনুযায়ী যে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হয়েছে, তাতে এখন কোনও টাকাই নেই – অর্থ পুরোপুরি তুলে নেওয়া হয়েছে।

গলায় মৌমাছি ঢুকে গল্ফ মাঠেই হৃদরোগে আক্রান্ত ও মৃত্যু হয় করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী ব্যবসায়ী সঞ্জয় কাপুরের। স্বাভাবিকভাবেই প্রাক্তনের মৃত্য়ুতে ভেঙে পড়েছিলেন করিশ্মা। তারপর খবরে আসে, সঞ্জয়ের কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে পরিবারে নানা জটিলতা। সঞ্জয়ের বর্তমান স্ত্রী পিয়া সচদেবের সঙ্গে সম্পত্তি নিয়ে করিশ্মার ঠান্ডা লড়াইয়ের খবরও ছড়িয়ে পড়েছিল। ঠিক এই সময়ই বাবা সঞ্জয় কাপুরের বিশাল সম্পত্তিতে নিজেদের ভাগ বুঝে নিতে দিল্লি হাই কোর্ট পৌঁছেছেন করিশ্মা ও সঞ্জয়ের সন্তান সমাইরা ও কিয়ান। তবে জানা গিয়েছে, মৃত্যুর অনেক আগেই দুই সন্তানকে নামে ১৪ কোটির বন্ড উপহার দিয়েছিলেন সঞ্জয়। শুধু তাই নয়, সেই বন্ড থেকে প্রাপ্ত সুদ অনুযায়ী, ১০ লাখ টাকা প্রতি মাসেও পান করিশ্মার ছেলে-মেয়ে।তবে এই বন্ড ও সুদই নয়। সঞ্জয় কাপুরের দিল্লি এবং লন্ডনের বাড়িতে এক অংশ দেওয়া হয়েছে কিয়ারা ও সামাইরাকে।