চোখে ব্যান্ডেজ নিয়ে ছবি পোস্ট বাদশার! হঠাৎ কী হল গায়কের?
শাহরুখপুত্র আরিয়ান খানের ব্যাডস অফ বলিউডে দেখা গিয়েছে বাদশাকে। সেখানেই অভিনেতা মনোজ পাওয়ারের সঙ্গে অ্য়াকশন করতে দেখা গিয়েছিল বাদশাকে। আর সেই অ্যাকশন থেকেই চোট, অর্থাৎ চোটের মেকআপ। সেই ছবি শেয়ার করেই অভিনব উপায়ে সিরিজের প্রোমোশন সারলেন বাদশা।

হঠাৎ করেই সোশাল মিডিয়ায় গুরুতর চোটের ছবি শেয়ার করলেন জনপ্রিয় গায়ক বাদশা। বাদশা দুটো ছবি শেয়ার করেছেন। যেখানে একটিতে দেখা গিয়েছে, তাঁর চোখ ফুলে ঢোল। আর আরেকটি ছবিতে দেখা গিয়েছে, চোখে ব্যান্ডেজ। তা হঠাৎ কী হল বাদশার? চোট কী খুব গুরুতর?
এখানেই রয়েছে কাহিনিতে টুইস্ট। আসলে বাদশার এই চোট মোটেই আসল নয়। বরং পুরো গল্পটাই ফিল্মি। আর তা ছবির ক্য়াপশনেও লিখে দিয়েছিলেন বাদশা।
ব্যাপারটা হল, শাহরুখপুত্র আরিয়ান খানের ব্যাডস অফ বলিউডে দেখা গিয়েছে বাদশাকে। সেখানেই অভিনেতা মনোজ পাওয়ারের সঙ্গে অ্য়াকশন করতে দেখা গিয়েছিল বাদশাকে। আর সেই অ্যাকশন থেকেই চোট, অর্থাৎ চোটের মেকআপ। সেই ছবি শেয়ার করেই অভিনব উপায়ে সিরিজের প্রোমোশন সারলেন বাদশা।
প্রসঙ্গত, আরিয়ান খানের পরিচালনায় তৈরি প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যডস অব বলিউড মুক্তির পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে এবার সেই চর্চায় নতুন সংযোজন বলিউড অভিনেতা রণবীর কাপুরের একটি ক্যামিও দৃশ্য। এই দৃশ্যেই তাঁকে ই-সিগারেট (ভ্যাপ) ব্যবহার করতে দেখা গিয়েছে, যার ফলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (NHRC) কড়া পদক্ষেপ করল। তারা মুম্বই পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে রণবীর কাপুর, নির্মাতারা এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।
আরিয়ান খানের পরিচালনায় তৈরি প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যডস অব বলিউড মুক্তির পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে এবার সেই চর্চায় নতুন সংযোজন বলিউড অভিনেতা রণবীর কাপুরের একটি ক্যামিও দৃশ্য। এই দৃশ্যেই তাঁকে ই-সিগারেট (ভ্যাপ) ব্যবহার করতে দেখা গিয়েছে, যার ফলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (NHRC) কড়া পদক্ষেপ করল। তারা মুম্বই পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে রণবীর কাপুর, নির্মাতারা এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।
এই ঘটনায় ওয়েব সিরিজটির প্রযোজক সংস্থা, আরিয়ান খান ও নেটফ্লিক্স-এর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের একাংশ বলছে, সমাজে জনপ্রিয় ব্যক্তিত্বদের এমন আচরণ তরুণ প্রজন্মের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, এই বিতর্ক কোনদিকে গড়ায় এবং রণবীর কাপুর বা নির্মাতারা এ নিয়ে কী প্রতিক্রিয়া দেন।
