প্রিয়াঙ্কার পছন্দ! তাই নিজের শরীরের এমন পরিবর্তন আনতেও রাজি ছিলেন শাহরুখ?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 09, 2025 | 4:49 PM

প্রিয়াঙ্কা চোপড়া ও শাহরুখ খানের সম্পর্ক যেন বলিপাড়ায় ওপেন সিক্রেট। তাঁদের সমীকরণের আলোচনা এখনও শুনতে পাওয়া যায়। শোনা যায় ডন ২-এর সেটে নাকি শাহরুখ খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা। তার পরেই স্ত্রী গৌরী খানের সঙ্গে তুমুল ঝামেলা হয় শাহরুখের।

প্রিয়াঙ্কার পছন্দ! তাই নিজের শরীরের এমন পরিবর্তন আনতেও রাজি ছিলেন শাহরুখ?

Follow Us

প্রিয়াঙ্কা চোপড়া ও শাহরুখ খানের সম্পর্ক যেন বলিপাড়ায় ওপেন সিক্রেট। তাঁদের সমীকরণের আলোচনা এখনও শুনতে পাওয়া যায়। শোনা যায় ডন ২-এর সেটে নাকি শাহরুখ খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা। তার পরেই স্ত্রী গৌরী খানের সঙ্গে তুমুল ঝামেলা হয় শাহরুখের। যদিও সে সব এখন অতীত। পরবর্তীকালে আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁদের। তবে জানেন কি, শুধুমাত্র প্রিয়াঙ্কার জন্য নিজের শরীরেও পরিবর্তন করাতে রাজি ছিলেন শাহরুখ?

ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। সে সময় কেবিসি অর্থাৎ কউন বনেগা ক্রোড়পতির সঞ্চালক ছিলেন শাহরুখ। সেই শো-য়েই করিনা কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই প্রিয়াঙ্কাকে শাহরুখ সরাসরি প্রশ্ন করে বসেন, কেবিসির সঞ্চালককে অর্থাৎ তাঁকে তাঁর পছন্দ কিনা? উত্তরে প্রিয়াঙ্কা বলেন, তাঁর এমন ছেলে পছন্দ যার ফ্যাশন সেন্স ভাল, যার গা দিয়ে ভাল গন্ধ বের হয়। শুনে বেশ উৎফুল্ল হয়ে পড়েন শাহরুখ। যদিও সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। প্রিয়াঙ্কা জানান, তাঁর চেয়ে লম্বা ছেলেই নিজের জীবনসঙ্গী বানাতে উৎসুক তিনি। শাহরুখ ও প্রিয়াঙ্কার উচ্চতা প্রায় সমান। এই কথা শুনেই খানিক বিমর্ষ হয়ে পড়েন শাহরুখ। যদিও হার মানতে রাজি নন তিনি। পরমুহূর্তেই তাঁকে বলতে শোনা যায়, “ঠিকাছে পুশ আপস আর ওয়ার্কআউট করে শরীরের উচ্চতাও কিছুটা ঠিক করে নেব না হয়।”

যদিও সে সবের দরকার হয়নি। শোনা যায় স্বামীর পরকীয়ার গুঞ্জন কানে আসতেই ‘অ্যাকশন’ শুরু হয় গৌরীর। বলিউডের বহু ক্ষেত্রে নিষিদ্ধ হন প্রিয়াঙ্কা। তবে সে সব অতীত। এই মুহূর্তে স্বামী নিক জোনাসের সঙ্গে সুখে সংসার করছেন তিনি। রয়েছে এক মেয়েও।

Next Article