সত্যি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে জিতু? সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন দিন…
Jeet Kamal Wedding: বর্তমানে তাঁদের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। নবনীতা ও জিতু শেষ চারমাস হল দাম্পত্য জীবন থেকে সরে এসেছেন। তারপর থেকেই নানা সম্পর্কের জল্পনা দুই সেলেবকে কেন্দ্র করে। কে প্রেম করছেন, কে কার সঙ্গে গোপনে রয়েছেন, কেই বা গোপনে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন প্রভৃতি।

টলিপাড়ায় বিয়ের মরশুম। একের পর এক সেলেবের বিয়ের খবরে সরগরম সিনেদুনিয়া। এবার তালিকায় কি নাম লেখালেন জিতু কামাল? সোশ্যাল মিডিয়ায় বরাূরই সক্রিয় তিনি। মাঝে মধ্যেই ভক্তদের জন্য নানা মজার পোস্ট করে থাকেন জিতু। যদিও ২০২৩ সালে শোরগোল পড়ে গিয়েছল তাঁর ব্যক্তিগত সম্পর্ক ঘিরে নানা চর্চা। অভিনেত্রী নবনীতা দাসকে ভাসবেসে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই সংসারের আয়ু খুব বেশিদিন ছিল না। জুটি সিদ্ধান্ত নেয় তাঁরা আলাদাই থাকবেন। সোশ্যাল মিডিয়ায় হঠাৎই একদিন পোস্ট করে খবর শেয়ার করেছিলেন নবনীতা।
বর্তমানে তাঁদের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। নবনীতা ও জিতু শেষ চারমাস হল দাম্পত্য জীবন থেকে সরে এসেছেন। তারপর থেকেই নানা সম্পর্কের জল্পনা দুই সেলেবকে কেন্দ্র করে। কে প্রেম করছেন, কে কার সঙ্গে গোপনে রয়েছেন, কেই বা গোপনে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন প্রভৃতি। এবার নেটিজ়েনদের স্নায়ুর উত্তেজনা বাড়িয়ে তুলে সকলকে চমকে দিলেন জিতু। সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি পোস্ট করে দিলেন বিয়ের খবর, জানালেন তারিখও। সত্যি কি তাই?
পড়েনিন কী লেখা সেই ইনস্টা স্টোরিতে?
‘যেহেতু আপনাদের মধ্যে অনেকেই আমায় এই প্রশ্ন করছেন, আমি ,স্থির করলাম এবার উত্তর দেব। প্রথমত, আমি নিজের সম্পর্ক লোকাচ্ছি না। আমি মনে করি না, এতেও মাথা ব্যথা থাকা উচিত নয়। তৃতীয়ত আমাকে আমার সঙ্গীর নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু জিনিস গোপন করতে হচ্ছে…’।
এরপর তিনি লেখেন, ”হ্যাঁ আমি গতসসপ্তাহে কিছু নিমন্ত্রণপত্র পাঠিয়েছি আমার ঘনিষ্ট বন্ধুদের। আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছি ২৫ মার্চ। অপ্রত্যশিতভাবে আমার পরিবার এতে খুশি, আমিও তাই।” এরপর তিনি মজা করে লেখেন, ‘আমি এই পোস্টটা একজনের থেকে চুরি করেছি। কারণ আমি বসে বসে বোর হচ্ছিলাম (একঘেয়ে লাগছিল)’।
অর্থাৎ বোঝাই যায়, নেহাচই সকলকে চমকে দিতেই এই পোস্ট করেছেন তিনি। সাধারণত নেটিজ়েনরা সম্পূর্ণ পোস্ট পড়ার আগেই প্রতিক্রিয়া দিয়ে বসেন। এক্ষেত্রেও যে শেষ পর্যন্ত কেউ পড়বেন না, তা তিনি একপ্রকার অনুমাণ করেই ছিলেন বলে TV9 বাংলাকে জানান। আর সেই জন্যই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর ভুয়ো বিয়ের খবর থেকে তারিখ।
