AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মৃগয়া’ নিয়ে জলঘোলা? কেন দূরত্ব বজায় রাখছেন ছবির অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ

বলিউড থেকে টলিউডে বহুবার এই ধরনের অভিযোগ শোনা গেলেও এক্ষেত্রে অভিনেতা রিজওয়ান কিছুতেই কোনও উত্তর দিতে চাননি। তবে এখন ছবি মুক্তির অপেক্ষা করতে হবে।

'মৃগয়া' নিয়ে জলঘোলা? কেন দূরত্ব বজায় রাখছেন ছবির অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2025 | 8:38 PM

‘মৃগয়া’ সিনেমা খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। এই ছবি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। গল্প লিখেছেন কলকাতা পুলিশের ডাকাবুকো পুলিশ কর্তা দেবাশিস দত্ত। জোর কদমে চলছে প্রচার। কলকাতা পুলিশের কয়েকজনের চোখেই ধরা পড়েছে এই গল্প। তবে এই ছবির প্রচার থেকে অদ্ভুতভাবে অনুপস্থিত থাকছেন ছবির অন্যতম চরিত্রে অভিনয় করা রিজওয়ান রব্বানি শেখ। কী এমন ঘটল, যে ছবির টিজার-ট্রেলারে থাকলেও খবরে থাকছেন না তিনি?

কিছুদিন আগেই অবশ্য খবরের শিরোনামে উঠে এসেছিল একটি ঘটনা। পোস্টারে নিজের উপস্থিতি নিয়ে অখুশি ছিলেন অভিনেতা রিজওয়ান। তবে পরবর্তী সময়ে পরিচালক অভিরূপ ঘোষের সঙ্গে সমস্যা মিটে যায় বলে খবর। তবে আইটেম সং লঞ্চ থেকে ট্রেলার লঞ্চ, একের পর এক ইন্টারভিউ-এর সময়ে অনুপস্থিত অভিনেতা রিজওয়ান। টলিপাড়ার অন্দরের খবর– অশান্তি মোটেও মেটেনি। বরং আরও দূরত্ব বেড়েছে।

কানাঘুষো চলছে, এই ছবির কোনও এক অভিনেতার কারণেই সমস্যা তৈরি হচ্ছে। এই বিষয়ে অভিনেতা রিজওয়ানের সঙ্গে TV9 বাংলা যোগাযোগ করলেও এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি অভিনেতা। প্রচারে তাঁর অনুপস্থিতির কথা জিজ্ঞাসা করলে তিনি অন্য ব্যস্ততার কথা বলেন। তবে ওয়াকিবহল মহলের সূত্র অনুযায়ী, ছবিতে হয়তো গল্পের থেকে রিজওয়ানের চরিত্র কাটছাঁট হওয়ার কারণেই তৈরি হয়েছে জটিলতা।

বলিউড থেকে টলিউডে বহুবার এই ধরনের অভিযোগ শোনা গেলেও এক্ষেত্রে অভিনেতা রিজওয়ান কিছুতেই কোনও উত্তর দিতে চাননি। তবে এখন ছবি মুক্তির অপেক্ষা করতে হবে। আগামী দিনে এই জল্পনা কোন পথে এগোয় নজর থাকবে নেটিজেনদের। সত্যি এমনটা ঘটছে কি না, তা সময় বলবে।