অষ্টমীতেও স্বমহিমায় জয়া বচ্চন, চিৎকার জুড়ে দিলেন কাজল! মুম্বইয়ে মুখার্জি বাড়ির পুজোতে হঠাৎ কী ঘটল?
অন্যান্য দিন ক্য়ামেরা দেখলে, যতটা বিরক্ত হন বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী, এদিনও বাদ পড়ল না। বরং রানি-কাজলের বাড়ির পুজোতে গিয়ে রক্ষচক্ষু দেখালেন বচ্চন ঘরনি। হাতের ইশারায় বুঝিয়ে দিলেন, এই ধরনের কাণ্ড তাঁর মোটেই সহ্য হয় না।

অষ্টমীতেও পাপারাজ্জিদের ক্যামেরার সামনে রুদ্রমূর্তি জয়া বচ্চনের। অন্যান্য দিন ক্য়ামেরা দেখলে, যতটা বিরক্ত হন বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী, এদিনও বাদ পড়ল না। বরং রানি-কাজলের বাড়ির পুজোতে গিয়ে রক্ষচক্ষু দেখালেন বচ্চন ঘরনি। হাতের ইশারায় বুঝিয়ে দিলেন, এই ধরনের কাণ্ড তাঁর মোটেই সহ্য হয় না।
তবে এবার শুধুই আর জয়া বচ্চন নন, বরং মুম্বইয়ের জনপ্রিয় মুখার্জি বাড়ির পুজোতে ছবি শিকারিদের ধমক দিতে দেখা গেল কাজলকেও। ছবি তুলতে আসা পাপারাজ্জিদের থামাতে কাজল নিজেই শুরু করে দিলেন চিল চিৎকার। স্পষ্টই বলে দিলেন, ”একদম চুপ, এত চিল্লাচিল্লি করবেন না এখানে দাঁড়িয়ে।” তবে কাজলের এমন ধমক প্রথম নয়, এর আগেও দশনার্থিদের উদ্দেশ্যে এমনটি তিনি করেছেন। অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় ভক্তদের চিৎকার থামাতে নিজেই বহুবার মাঠে নেমে পড়েছিলেন। এবারও সেই রূপই দেখা হল কাজলের।
দেখুন ভিডিয়ো—
View this post on Instagram
রানি ও কাজলের বাড়ির দুর্গাপুজোয় প্রতিবারই হাজির হয় বলিউডের হুজ হু রা। অমিতাভ, জয়া, ঐশ্বর্য, অভিষেক, দীপিকা, শাহরুখ, সলমন, ক্যাটরিনা, আলিয়া, রণবীরদের প্রতিবছরই থাকে ফুল অ্যাটেন্ডেন্স। আর পুজোর কটা দিন সেলেব সুলভ আদবকায়দা ভুলে রানি-কাজলরাও একেবারে ঘরের মেয়েদের মতো পুজোর কাজে মেতে ওঠেন। অঞ্জলি থেকে প্রসাদ বিতরণ, সবেতেই কোমর বেঁধে নেমে পড়েন দুই বোন।
