AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রানি নাচলেন, ভিডিয়ো করলেন জয়া, মুম্বইয়ে মুখার্জি বাড়ির পুজোতে কী কী ঘটল?

শোনা যায়, করিশ্মা কাপুরকে না চাইলেও, জয়া বচ্চন নাকি চেয়েছিলেন রানি মুখোপাধ্যায়কে ছেলের বউ বানাতে। তবে সে গুঁড়ে বালি নিজেই ঢেলেছেন অভিষেক। করিশ্মাকে ছেড়ে অভিষেক মন দিয়ে ফেলেন ঐশ্বর্যকে। আর রানি বিয়ে করেন আদিত্য চোপড়াকে। এসব এখন পুরনো কাসুন্দি।

রানি নাচলেন, ভিডিয়ো করলেন জয়া, মুম্বইয়ে মুখার্জি বাড়ির পুজোতে কী কী ঘটল?
| Updated on: Oct 01, 2025 | 3:24 PM
Share

একসময় ছিল বলিউড গুঞ্জনে সুপারহিট ছিল অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়ের প্রেম। সেই প্রেমের গুঞ্জনকে সঙ্গে নিয়ে বলিউডে এই জুটিকে নিয়ে তৈরি হয়েছে বহু ছবি। তবে এই প্রেমের মাঝে হঠাৎই এন্ট্রি নেয় করিশ্মা কাপুর। এমনকী, শোনা যায়, করিশ্মা কাপুরকে না চাইলেও, জয়া বচ্চন নাকি চেয়েছিলেন রানি মুখোপাধ্যায়কে ছেলের বউ বানাতে। তবে সে গুঁড়ে বালি নিজেই ঢেলেছেন অভিষেক। করিশ্মাকে ছেড়ে অভিষেক মন দিয়ে ফেলেন ঐশ্বর্যকে। আর রানি বিয়ে করেন আদিত্য চোপড়াকে। এসব এখন পুরনো কাসুন্দি। বরং নতুন কাণ্ড ঘটল, মুম্বইয়ে রানি মুখোপাধ্যায়ের দুর্গাপুজোয়।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতে সকাল সকাল রানি মুখোপাধ্য়ায়ের দুর্গাপুজোতে পৌঁছে গিয়েছিলেন জয়া বচ্চন। মণ্ডপে পা দিতেই পাপারাজ্জিদের ধমক দিয়েছেন, তেমনই পুজোর আবহে মেতে ঢাকের তালের মতোই মুড চেঞ্জ করে একেবারে হাসি মুখে জয়া।

শুধুই কী তাই, অঞ্জলি শেষে, সন্ধিপুজোয় ঢাকের তালে যখন নাচ ধরলেন রানি। তখন মোবাইল হাতে নিয়ে রানির নাচ তুলতে ব্যস্ত জয়া বচ্চন। হাসি মুখে, ঘুরে ঘুরে রেকর্ড করলেন পুরো পুজো আবহ। জয়ার এমন রূপ দেখে হতবাক নেটিজেনরা।

রানি ও কাজলের বাড়ির দুর্গাপুজোয় প্রতিবারই হাজির হয় বলিউডের হুজ হু রা। অমিতাভ, জয়া, ঐশ্বর্য, অভিষেক, দীপিকা, শাহরুখ, সলমন, ক্যাটরিনা, আলিয়া, রণবীরদের প্রতিবছরই থাকে ফুল অ্যাটেন্ডেন্স। আর পুজোর কটা দিন সেলেব সুলভ আদবকায়দা ভুলে রানি-কাজলরাও একেবারে ঘরের মেয়েদের মতো পুজোর কাজে মেতে ওঠেন। অঞ্জলি থেকে প্রসাদ বিতরণ, সবেতেই কোমর বেঁধে নেমে পড়েন দুই বোন।