AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কার দোষে বিয়ের ১১ বছর পরেও নিঃসন্তান? সাফ জানালেন জন আব্রাহম

তারপর নিজের ব্যক্তিগত সম্পর্ককে কখনই প্রকাশ্যে আনতে চাননি প্রিয়া ও জন। বরং জন সুচিন্তিতভাবেই ঠিক করেছিলেন প্রিয়াকে দূরে রাখবেন বলিউডের অন্দরমহল থেকে। এমনকী, প্রিয়াও চাননি জনের কেরিয়ার নাক গলাতে।

কার দোষে বিয়ের ১১ বছর পরেও নিঃসন্তান? সাফ জানালেন জন আব্রাহম
| Updated on: Jul 15, 2025 | 5:38 PM
Share

বিপাশা বসুর সঙ্গে সম্পর্ক ভাঙনের পর প্রথম যাঁর প্রেমে পড়লেন জন আব্রাহম, তিনি কোনও নায়িকা নন, বরং ফিন্যানশিয়াল কনসালট্যান্ট প্রিয়া রাঞ্চল। ২০১৪ সালে তাঁকে বিয়েও করেন জন। তারপর নিজের ব্যক্তিগত সম্পর্ককে কখনই প্রকাশ্যে আনতে চাননি প্রিয়া ও জন। বরং জন সুচিন্তিতভাবেই ঠিক করেছিলেন প্রিয়াকে দূরে রাখবেন বলিউডের অন্দরমহল থেকে। এমনকী, প্রিয়াও চাননি জনের কেরিয়ার নাক গলাতে। দেখতে দেখতে জন ও প্রিয়ার দাম্পত্যের ১১ বছর কাটল। কিন্তু জন ও প্রিয়া দুই থেক তিন হলেন না। যেখানে জনের সমসাময়িক বা ছোট অভিনেতা, অভিনেত্রীরা এমনকী, বিপাশার কোলেও ছোট্ট কন্যা এল, কিন্তু জন থাকলেন নিঃসন্তান! জন ও প্রিয়ার নিঃসন্তান থাকা নিয়ে বলিপাড়ায় কৌতুহল রয়েছে। গুঞ্জনপাড়ায় প্রিয়া ও জনের সম্পর্ক নিয়েও নানা কথা রটে। তবে এতদিন নিয়ে কখনই মুখ খুলতে দেখা যায়নি জন আব্রহাম বা প্রিয়াকে। কিন্তু এবার এক সাক্ষাৎকারে জন বললেন সবটা।

এক সাক্ষাৎকারে জন আব্রাহম বলেন, আমার মনে হয় খুব বেশি পরিকল্পনা করে মা-বাবা হওয়া যায় না। অভিভাবক হওয়ার জন্য একটা মানসিক প্রস্তুতি লাগে। যতদিন না পর্যন্ত সেই সময়টা না আসে, যখন একটা দায়িত্ববোধ জন্মায়, ততদিন পর্যন্ত সন্তান না হওয়াই ভাল। তবে আমার আর প্রিয়ার ব্য়াপারটা অন্যরকম।

জন আরও বলেন, প্রিয়া আমার থেকে অনেক পরিণত। এমনকী, প্রিয়া সন্তানের কথা বলেও ছিল। আমিই পিছিয়ে আসি। কারণ আমি তৈরি নই। এক্ষেত্রে আমার মধ্যে খুঁত রয়েছে।