অবশেষে ‘ঘরে’ ফিরলেন যিশু! হাসিমুখের ছবি দেখে স্বস্তি ভক্তদের
Jissu Sengupta: গত কয়েক মাসে টলিপাড়ার বিচ্ছেদ, ব্রেক-আপ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। ইন্ডাস্ট্রির তথাকথিত ‘হ্যাপি কাপল’ হিসাবে পরিচিত ছিলেন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত।
গত কয়েক মাসে টলিপাড়ার বিচ্ছেদ, ব্রেক-আপ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। ইন্ডাস্ট্রির তথাকথিত ‘হ্যাপি কাপল’ হিসাবে পরিচিত ছিলেন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত। তাঁদের ২০ বছরের দাম্পত্য ভাঙার খবর নিয়ে আলোচনা কম হয়নি। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু’পক্ষই। সামাজিক মাধ্যমে নীলাঞ্জনা এ নিয়ে পোস্ট করলেও কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন যিশু। এমনকি সামাজিক মাধ্যমেও তাঁকে কিছু পোস্ট করতে দেখা যায়নি। চিন্তায় ছিলেন তাঁর ভক্তরা। কোথায় তিনি? দীর্ঘ বেশ কয়েক সপ্তাহের নীরবতা ভেঙে অবশেষে সামনে এলেন তিনি। ফিরে এলেন সামাজিক মাধ্যমে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই এই প্রথম টলিউডের কোনও ইভেন্টে দেখা গেল তাঁকে। তাঁর হাসিমুখ দেখে খানিক স্বস্তিতে ভক্তরা।
বৃহস্পতিবার প্রযোজক অতনু রায় চৌধুরীর নাতনির অন্নপ্রাশনের হাজির ছিল প্রায় গোটা টলিউড। সেখানেই হাজির ছিলেন যিশুও। হালকা মেজাজেই সবার সঙ্গে হাসিমুখে দেখা গেল তাঁকে। ভাগ করে নিলেন আনন্দ। সামাজিক মাধ্যমেও ফিরে এসেছেন তিনি। এ দিন ইনস্টা স্টোরিতে শেয়ার করতে দেখা গেল এক অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পর্কিত আপডেটও।
প্রসঙ্গত, নিজের ম্যানেজার শিনাল শ্রুতির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন যিশু সেনগুপ্ত, টলিপাড়ায় খবর এমনটাই। স্ত্রীর সঙ্গে তৈরি হয়েছে দূরত্ব। স্ত্রী নীলাঞ্জনা যিশুর বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেছেন বলেও খবর। ভক্তদের মন খারাপ। এত বছরের প্রেমের পরিণতি এই! তাঁদের দুই সন্তান অবশ্য পাশে আছে মায়ের।