মালদ্বীপ থেকে ফিরেই অসুস্থ কাঞ্চন-শ্রীময়ী, তড়িঘড়ি হাজির…
প্রসঙ্গত, এই মাসের গোড়ার দিকেই মালদ্বীপ উড়ে গিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। উপলক্ষ ছিল মধুচন্দ্রিমা। তাঁদের হনিমুনের ছবি নিয়ে কম হাসাহাসি হয়নি, তবে সে সবে পাত্তা না দিয়ে একের পর এক ছবি দিয়ে চলেছেন শ্রীময়ী। আপাতত সুস্থ হওয়ার অপেক্ষায় ওরা।
কিছু দিন আগেই মালদ্বীপ গিয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। বাঁধনভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন দু’জনেই। কিন্তু মালদ্বীপ থেলে ফিরতেই এ কী! দু’জনেরই শরীর বেশ খারাপ। খবরটা জানিয়েছেন শ্রীময়ী নিজেই। জানিয়েছেন জ্বরে পড়ে আছেন দু’জনেই। মেয়ে-জামাইয়ের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এসেছেন শ্রীময়ীর মা।
ভিডিয়োতে শ্রীময়ী জানিয়েছেন, মা’কে এনে তাঁকে এতটুকু নিস্তার দেননি তিনি। বরং একগাদা আবদারে করেছেন জর্জরিত। মায়ের কাছে শ্রীময়ীর আবদার হাতে করে কিছু বানিয়ে দিতে হবে। অগত্যা রাজি মা-ও। মেয়ে জামাইয়ের জন্য করছেন রাধাবল্লভী, আলুর দম ও মালপোয়া। হাসতে হাসতে শ্রীময়ীর বক্তব্য, “মা বাইরে গেলে বলে আমাকে যেন রান্না না করতে হয়, আর আজ জামাই চেয়েছে তাই কিছু বলতেও পারছে না।”
প্রসঙ্গত, এই মাসের গোড়ার দিকেই মালদ্বীপ উড়ে গিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। উপলক্ষ ছিল মধুচন্দ্রিমা। তাঁদের হনিমুনের ছবি নিয়ে কম হাসাহাসি হয়নি, তবে সে সবে পাত্তা না দিয়ে একের পর এক ছবি দিয়ে চলেছেন শ্রীময়ী। আপাতত সুস্থ হওয়ার অপেক্ষায় ওরা।
View this post on Instagram