AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: জাপটে ধরে তুমুল জলকেলি, শ্রীময়ী-কাঞ্চনের হনিমুন জমে ক্ষীর

হনিমুনে গিয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। দেশ নয় বরং ওঁরা বেছে নিয়েছেন বিদেশ। গিয়েছেন মলদ্বীপ। চাইলেই থাকতে পারতেন বিচ ভিলায়। কিন্তু তা তাঁরা বেছে নেননি। আদরের স্ত্রীকে সেরা অভিজ্ঞতাই দিতে চেয়েছেন কাঞ্চন।

Video: জাপটে ধরে তুমুল জলকেলি, শ্রীময়ী-কাঞ্চনের হনিমুন জমে ক্ষীর
| Updated on: Jul 02, 2024 | 10:18 PM
Share

হঠাৎ করেই বয়স যেন এক্কেবারে কমে গিয়েছে উত্তরপাড়ার বিধায়ক। খাতায় কলমে ৫০ অতিক্রান্ত হলেও মন যেন আটকে আছে সেই পঁচিশেই। কাঞ্চন মল্লিকের মধুচন্দ্রিমা যাপনের ভিডিয়ো দেখে এমনটাই মনে করছেন নেটিজেন। মনে করবেই বা না কেন? ফুরফুরে মেজাজ, আদুল গায়ে সফেন সমুদ্রে জলকেলি— রোম্যান্সের চরম সীমায় পৌঁছে গিয়েছেন তিনি। সেই ভিডিয়োই সামাজিক মাধ্যমে হয়েছে ভাইরাল।

হনিমুনে গিয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। দেশ নয় বরং ওঁরা বেছে নিয়েছেন বিদেশ। গিয়েছেন মলদ্বীপ। চাইলেই থাকতে পারতেন বিচ ভিলায়। কিন্তু তা তাঁরা বেছে নেননি। আদরের স্ত্রীকে সেরা অভিজ্ঞতাই দিতে চেয়েছেন কাঞ্চন। তাই ওঁরা বেছেছেন মালদ্বীপের বিখ্যাত ওয়াটার ভিলা। যার এক রাতের খরচ ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ হাজার টাকা। কাঞ্চও খোশমেজাজে। জলের তলায় কখনও শ্রীময়ীকে জাপটে ধরে রোম্যান্স আবার কখনও বা কাঞ্চনের গালে শ্রীময়ীর চুমু– বাদ যাচ্ছে না কিছুই। সব মিলিয়ে জমে গিয়েছে তাঁদের একান্তযাপন।

এই বছরই ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবসের দিন আইনি বিয়েটা সেরে ফেলেন কাঞ্চন ও শ্রীময়ী। এর মাস খানেক পর সামাজিক বিয়ে সম্পন্ন হয় তাঁদের। শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ফারাক থেকে শুরু করে কাঞ্চনের তৃতীয় বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। যদিও সেই সব আলোচনা সামলে আপাতত মধুচন্দ্রিমা যাপনে ব্যস্ত অসমবয়সী ওই দম্পতি।