শাহরুখের মতোই কি কাজে পটু আরিয়ান খান?
তবে এরই মাঝে আরিয়ান খান কিন্তু একেবারে বিন্দাস। সমালোচনাকে একেবারেই পাশে সরিয়ে রাখছেন তিনি। আর পরিচালক করণ জোহর মনে করেন এখানেই বাবা শাহরুখের সঙ্গে মিল রয়েছে আরিয়ানের। শাহরুখের চোখও যেমন শুধুই কেরিয়ার, ভাল কাজের দিকে, তেমনিই আরিয়ানও একেবারে টার্গেটে পৌঁছেই শান্ত হন।

আরিয়ান খান কি একেবারে বাপ কা বেটা! নাকি শাহরুখের থেকে একেবারে উলটো মেজাজের? দ্য ব্যাডস অফ বলিউড সিরিজ নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর থেকেই চর্চায় রয়েছেন আরিয়ান খান। তাঁর প্রথম পরিচালিত সিরিজ দেখে যেমন, প্রশংসা হচ্ছে, তেমনি কঠোরস সমালোচনাও চলছে। তবে এরই মাঝে আরিয়ান খান কিন্তু একেবারে বিন্দাস। সমালোচনাকে একেবারেই পাশে সরিয়ে রাখছেন তিনি। আর পরিচালক করণ জোহর মনে করেন এখানেই বাবা শাহরুখের সঙ্গে মিল রয়েছে আরিয়ানের। শাহরুখের চোখও যেমন শুধুই কেরিয়ার, ভাল কাজের দিকে, তেমনিই আরিয়ানও একেবারে টার্গেটে পৌঁছেই শান্ত হন। তা কি শুধুই শাহরুখের সঙ্গে একটাই মিল? অমিল কি কিছুই নেই?
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। প্রথম থেকেই শাহরুখ ও তাঁর পরিবারের সঙ্গে করণ জোহরের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। দুই পরিবারের মধ্যেই ঘনিষ্ঠতা রয়েছে। অনেকে তো মনে করেন,শাহরুখ ও করণ জোহর শুধুই ছবি নিয়ে আলোচনা করেন না, বরং নিজেদের ব্যবসায়ীক বিষয়গুলো নিয়েও আলোচনায় বসেন। সেই সূত্রেই শাহরুখ পুত্র আরিয়ান খান ও শাহরুখ কন্যা সুহানার সঙ্গেও দারুণ সম্পর্ক করণের। বলা ভাল, খুব কাছ থেকেই শাহরুখের সন্তানদের বড় হতে দেখছেন করণ। আর শাহরুখের সঙ্গেও তাঁর বন্ধুত্ব বহু বছরের। তাই শাহরুখ ও আরিয়ানের স্বভাবের মধ্যে কতটা মিল রয়েছে, তা বুঝতে পারা অনেক সহজ করণের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই খোলসা করে বললেন করণ। করণের কথায়, কাজের ব্য়াপারে আরিয়ান ও শাহরুখ একেবারেই একরকম। দুজনেই কাজ বলতে উন্মাদ। কোনও দৃশ্য শুট করার সময় যতক্ষণ না পর্যন্ত ওদের মনের মতো হবে, ততক্ষণ পর্যন্ত সেটা নিয়েই লেগে থাকে। খুব সহজে হাল ছাড়েন না দুজনে। কাজের ব্য়াপারে আরিয়ান ও শাহরুখের নিষ্ঠা একেবারেই একরকম।
তবে করণ জানান, শাহরুখ ও আরিয়ানের মধ্যে অমিলও রয়েছে। সেটা হল, শাহরুখ অভিনয়ের ব্য়াপারে যতটা জানে, পরিচালনার ব্যাপারে ততটা নয়। তবে আরিয়ান কিন্তু দুটোতেই পারদর্শী। আরিয়ান কখনও যদি সিনেমায় অভিনয় করে, তাহলে সেক্ষেত্রেও সফল হবে।
