সইফের কাঁধে ছুরির আঘাত, এবার মুখ খুললেন করিনা
লক্ষণীয় করিনার দুই সন্তান জন্মের পর থেকেই জনসমক্ষে এসেছে। তাদের ঘিরে মিডিয়ার উচ্ছ্বাস দেখার মতো। কিন্তু যেভাবে টার্গেট হয়ে গিয়েছে খান পরিবার, এখন তাঁরা নানা সতর্কতা অবলম্বন করছে।

খান পরিবারে হঠাত্ আক্রমণ। সইফ আলি খানের বাড়িতে একজন ঢুকে পড়েছিল। বাচ্চাদের ঘরে হঠাত্ বাইরের লোককে দেখে সইফ ছুটে যান। এরপর সইফের উপর আঘাত আনে সেই ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা কি ছিল না? কী করে এমন ঘটনা ঘটল, তা নিয়ে তোলপাড় বলিউড। তদন্ত শুরু হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে অনেকে আবার করিনা কাপুরকে আক্রমণ করা শুরু করেন। সইফের উপর যখন আক্রমণ হচ্ছিল, তখন করিনা কোথায় ছিলেন, সেই নিয়ে হয়েছে ট্রোলিং। এবার সেই ট্রোলিংয়ের জবাব দিলেন করিনা।
করিনা ঝাঁঝিয়ে উঠে বলেছেন, ”এই কথাগুলো হচ্ছে আবর্জনা। আমার সত্যি কষ্ট হয় যে মানবিকতা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। মানুষ কি এই ধরনের জিনিসের সঙ্গে নিজেকে জড়াতে চান?” করিনার কথাতেই স্পষ্ট না জেনেশুনে তাঁর ব্যক্তিগত জীবনে নাক গলানোর বিষয়টা পছন্দ করছেন না নায়িকা।
তবে সইফের উপর আক্রমণের ঘটনায় তিনি যে বিরাট আতঙ্কে দিন কাটিয়েছেন, সেটা স্বীকার করে নিলেন। তাঁর কথায়, ”আমি এখনও স্ট্রাগল করছি। ভাবি, ঠিক কী অনুভূতি হয় যখন কেউ তাঁর সন্তানের রুমে হঠাত্ বাইরের লোককে দেখতে পায়। আমি দু’ মাস অস্বস্তিতে ভুগেছি। আমি ঘুমোতে পারিনি দু’ মাস। স্বাভাবিক জীবনে ফেরাটা খুব কঠিন ছিল। এমনভাবেই ট্রমা ঘিরে রেখেছিল।”
লক্ষণীয় করিনার দুই সন্তান জন্মের পর থেকেই জনসমক্ষে এসেছে। তাদের ঘিরে মিডিয়ার উচ্ছ্বাস দেখার মতো। কিন্তু যেভাবে টার্গেট হয়ে গিয়েছে খান পরিবার, এখন তাঁরা নানা সতর্কতা অবলম্বন করছে।
