মা-বাবার মতো অভিনেতা নয়, জানেন কী হতে চায় তৈমুর আলি খান?
তবুও বলা ভাল, ফিল্মস্টারের ছেলে রয়েছে সিনেদুনিয়াতেই। তবে সইফ আলি খানের বড় ছেলে তৈমুর আলি কিন্তু একেবারেই আলাদা। সে সিনেমা থেকে থাকতে চায় বহু দূরে। তার আগ্রহ খেলা! হ্য়াঁ, বাবার নয় বরং ঠাকুর্দা পতৌদির জুতোতেই পা গলাতে চাইছে তৈমুর!

রাজার ছেলে রাজা হবে সেটাই তো ভবিতব্য। এমনকী, বলিউড রাজত্বেও দেখা গিয়েছে, অভিনেতা ছেলে অভিনেতাই হয়েছে, তবে সম্প্রতি ব্যতিক্রম শাহরুখের ছেলে আরিয়ান। যিনি অভিনয় নয়, বরং পরিচালক হয়েছেন। তবুও বলা ভাল, ফিল্মস্টারের ছেলে রয়েছে সিনেদুনিয়াতেই। তবে সইফ আলি খানের বড় ছেলে তৈমুর আলি কিন্তু একেবারেই আলাদা। সে সিনেমা থেকে থাকতে চায় বহু দূরে। তার আগ্রহ খেলা! হ্য়াঁ, বাবার নয় বরং ঠাকুর্দা পতৌদির জুতোতেই পা গলাতে চাইছে তৈমুর!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। তৈমুরের বয়স এখন মাত্র ৮ বছর। তবে ৮ বছর হলেও, ধীরে ধীরে তৈমুরের কোন দিকে শখ, তা ধরা পড়ছে। অন্তত, মা করিনা কাপুর খান তেমনটিই মনে করেন। সম্প্রতি এক টক শোয়ে এসে তৈমুরকে নিয়ে চিন্তাভাবনা খোলসা করলেন করিনা। সেখানেই জানালেন তৈমুর বড় হয়ে কী হতে চায়।
করিনার কথায়, ”তৈমুরের মধ্যে কখনই সিনেমা, অভিনয়ের ঝোঁক দেখিনি। ও খুব একটা সিনেমাও দেখে না। বরং খেলাধুলো পছন্দ করে। যখন স্কুলে বার্ষিক অনুষ্ঠান হয়, তখন আমি তৈমুরকে নাটকে অংশ নিতে বলি। কিন্তু তৈমুর, আমাকে স্পষ্ট বলে ও নাটক পছন্দ করে না। বরং তৈমুর খেলায় অংশ নেয়। ”
এখানেই শেষ নয়, ”করিনার জানান, তৈমুর ওর বাবার মতো রান্না করতে চায়। আর সেই কারণে শ্য়েফের ট্রেনিং নিতে চায়। এত কিছুর মাঝে এটা স্পষ্ট যাই করুক না কেন, তৈমুর কখনও সিনেমায় আসবে না।”
২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্ম হয় করিনা ও সইফ আলি খানের প্রথম সন্তান তৈমুর আলি খানের। ছেলের নাম তৈমুর রাখার কারণে মারাত্মক কটাক্ষের মুখে পড়েছিলেন করিনা ও সইফ। পাপারাজ্জিরা তৈমুরের এক ঝলক পেতে হইচই ফেলে দিত। সেই সময় জনপ্রিয়তার নিরিখে রাতারাতি স্টার হয়ে উঠেছিলেন তৈমুর।
