তৈমুর আর জেহের আসল মা করিনা নয়! আচমকাই হাটে হাঁড়ি ভাঙলেন করিশ্মা, নবাব পরিবারের কোন গোপন কাণ্ড ফাঁস করলেন অভিনেত্রী?
সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল, কান্নায় ভেঙে পড়তে দেখে, করিশ্মাকে সেই সময় সামলে ছিলেন করিনা। হ্যাঁ, এই দুই বোনের এতটাই অটুট বন্ধন যে, একে অন্যকে চোখে হারান।

সদ্য প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরকে হারিয়েছেন করিশ্মা কাপুর। স্বাভাবিকভাবেই সঞ্জয়ের অকালমৃত্যু তাঁকে নাড়িয়ে দিয়েছে। প্রাক্তন স্বামীকে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে, কীভাবে ভেঙে পড়েছিলেন করিশ্মা, সেই ভিডিয়োও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। এমনকী, সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল, কান্নায় ভেঙে পড়তে দেখে, করিশ্মাকে সেই সময় সামলে ছিলেন করিনা। হ্যাঁ, এই দুই বোনের এতটাই অটুট বন্ধন যে, একে অন্যকে চোখে হারান। আর তাই তো সইফের উপর যখন হামলা হয়, তখন বোন করিনাকে সামলাতে রাতবিরেতে তাঁর বাড়ি ছুটে গিয়েছিলেন করিশ্মাও।
কাপুর বংশের দুই তারকাকন্যা করিনা ও করিশ্মার অটুট বন্ধনের নানা উদাহরণ দেখেছে গোটা বলিউড। এমনকী, নানা সাক্ষাৎকারে করিনা ও করিশ্মা স্পষ্ট জানিয়েছেন, রোজ সকালে উঠে দুই বোনের কথা না হলে দিন ভাল যায় না। আর সেই বোনের প্রতি বাঁধনছাড়়া ভালবাসা ও স্নেহকে সঙ্গে নিয়েই এবার হাটে হাঁড়ি ভাঙলেন করিশ্মা। করিনার সন্তানদের নিয়ে করলেন বিশাল বড় মন্তব্য।
সম্প্রতি করিশ্মার একটি সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে করিশ্মা জানিয়েছেন, আমার জীবনটা এখন খুব সুন্দর। ৪ সন্তানকে নিয়ে ভালই রয়েছি! এরপরই বোমা ফাটালেন করিশ্মা। করিশ্মা বলেন একটা গোপন কথা ফাঁস করি তাহলে, আমার দুই সন্তান। একটা মেয়ে ও একটা ছেলে। আর করিনা ও সইফের দুই সন্তান তৈমুর ও জেহ দুজনের আসল মা তো আমিই! কারণ, করিনা শুধু জন্মই দিয়েছে। ছোট থেকেই তৈমুর আর জেহ আমার কাছে থাকে। আমিই ওদের সব কিছু শেখাই। আমাকে করিনার থেকেও বেশি ভালবাসে। শুধু এখানেই শেষ করলেন না করিশ্মা। অভিনেত্রী জানান, করিনাও আমার কাছে মেয়েরই মতন! তাই সেদিক থেকে দেখতে হলে আমি ৫ সন্তানের মা।
