বিয়ে করছেন ‘কসৌটি জিন্দেগি কি’র ‘অনুরাগ’, পাত্রী কে?
‘কসৌটি জিন্দেগি কি’ ধারাবাহিক ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত চলেছিল। জন্মসূত্রে পাকিস্তানি সিজানের জন্ম মুম্বইতে।
‘অনুরাগ’। ‘অনুরাগ বসু’। এই একটা নামেই ২০০১ থেকে পর পর কয়েক বছর কেঁপে উঠত বহু তরুণীর হৃদয়। হিন্দি টেলিভিশনের (TV) জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কি’ তখন চলত প্রতিটি বাড়ির ড্রইংরুমে। আর ‘অনুরাগ’ অর্থাৎ অভিনেতা (Actor) সিজান খান (Cezanne Khan) তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। বহু টিনএজার অনুরাগকে প্রেমিক হিসেবে পেতে চাইতেন। তাঁকে বিয়ে করার স্বপ্ন দেখতেন। সেই অনুরাগ অর্থাৎ সিজান অবশেষে বিয়ে করছেন বলে খবর।
গত ২৮ ডিসেম্বর জন্মদিনে প্রথম নিজের হবু স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেন সিজান। তিনি সংবাদমাধ্যমে বলেন, “ক্যাপশনেই সব কিছু বলে দিয়েছে। ও আমার জীবনের বিশেষ মানুষ। গত তিন বছর ধরে ডেট করছি আমরা। ওর বাড়ি উত্তরপ্রদেশের আমরোহাতে। ওর সঙ্গে থাকলে আনন্দে থাকি। আমরা ২০২০-র শেষে বিয়ের প্ল্যান করেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির জন্য তা বাতিল করতে হয়। ২০২১-এ বিয়ে করব আমরা।”
View this post on Instagram
যদিও হবু স্ত্রীর নাম প্রকাশ্যে বলেননি অনুরাগ। কিন্তু এক বন্ধুর মাধ্যমে তাঁর সঙ্গে আলাপের গল্প বলেছেন। প্রথম দেখাতে তাঁর রান্না করা বিরিয়ানি খেয়ে নাকি প্রেমে পড়েছিলেন সিজান। তাঁর মতো সহজ সরল মানুষের সঙ্গেই নাকি জীবন কাটাতে চেয়েছিলেন অভিনেতা।
আরও পড়ুন, ‘ভুতু’, ‘পটল’-এর পর ফের ‘মা’ হলেন অনিন্দিতা
‘কসৌটি জিন্দেগি কি’ ধারাবাহিক ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত চলেছিল। জন্মসূত্রে পাকিস্তানি সিজানের জন্ম মুম্বইতে। তিনি আদতে ভারতীয় নাগরিক। নতুন কাজের কথা চলছে। সব ঠিক হলেই অনুরাগীদের তা জানাবেন বলে কথা দিয়েছেন সিজান। তবে আপাতত তাঁর বিয়ের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।