একের পর এক হুমকি সলমনকে! জন্মদিনে ভাইজানের উদ্দেশে প্রাক্তন প্রেমিকা লিখলেন…
২৭ ডিসেম্বর, বলিপাড়ার ভাইজানের জন্মদিন। সলমন খান বলে কথা, ফলে এদিন প্রতি বছর তাঁর বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভিড় জমে চোখে পড়ার মতো। এবারও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। চলতি বছরেও ভাইজানের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন অনুরাগীরা।
২৭ ডিসেম্বর, বলিপাড়ার ভাইজানের জন্মদিন। সলমন খান বলে কথা, ফলে এদিন প্রতি বছর তাঁর বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভিড় জমে চোখে পড়ার মতো। এবারও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। চলতি বছরেও ভাইজানের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন অনুরাগীরা। তবে প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকে অনেকটাই চিন্তায় রয়েছেন গোটা খান পরিবার। তাই অন্যান্য বছরের থেকে খানিকটা ছোট করেই জন্মদিন পালন করলেন নায়ক। তাঁকে বিশেষ শুভেচ্ছা জানাতে ভুললেন না নায়কের প্রাক্তন প্রেমিকা। বেশ অনেকগুলো বছর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন সলমন। যদিও তা আনুষ্ঠানিক ভাবে কোথাও ঘোষণা করেননি। ভাইজানের একটি ছবি পোস্ট করে নায়িকা লেখেন, ” শুভ জন্মদিন সলমন। পৃথিবীর সব ভাল তোমার হোক। খুব ভাল থেকো।”
উল্লেখ্য, খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সলমন। তাঁকে এই পরিস্থিতিতে আগলে রেখেছেন শেরা। সেই ২৯ বছর ধরে সলমনকে আঁকড়ে রেখেছেন, যে মানুষটি তিনি শেরা অর্থাৎ গুরমিত সিং জলি। শেরা আদপে সলমন খানের দেহরক্ষী। তবে সম্পর্ক এখন আর কর্মচারী-মালিকেরর নয়! সলমন ভাই তিনি। বলিউডের অন্দর বলে, যতক্ষণ শেরা তাঁর পাশে আছেন মৃত্যুও ছুঁতে পারবে না ভাইজানকে। এও বলা হয়, নিজের জীবন বাজি রেখে সলমনকে বাঁচাতে রাজি এই শেরা।
বাবা সিদ্দিকীর মৃত্যুর পর ভয়ে কাঁপছেন সলমন। কিনেছেন বুলেট প্রুফ গাড়ি। খুব চেনাশোনা না হলে দেখাই করছেন না। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে ঘুরছেন প্রতিনিয়ত। বাড়ির সামনে পুলিশি প্রহরা। এরকমই এক অস্থির সময়ে সলমনকে আগলে রেখেছেন যিনি তিনি শেরা মাসে ১৫ লক্ষ টাকা বেতন পান তিনি। বছরে প্রায় ২ কোটি টাকা।