১ কোটি টাকা চেয়ে কপিল শর্মাকে হুমকি, কলকাতা থেকে গ্রেফতার অভিযুক্ত
এমনকী, হামলা হয়েছিল তাঁর কানাডার রেস্তোরাঁতেও। জানা গিয়েছিল, সলমন খানের ঘনিষ্ঠ হওয়ায়, লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন কপিল। তবে সম্প্রতি তাঁকে ১ কোটি টাকা চেয়ে হুমকি দিয়েছিলেন এক যুবক। শনিবার কলকাতা থেকে গ্রেফতার করা হল অভিযুক্ত যুবককে।

গত কয়েক মাস ধরেই একের পর এক হুমকি পাচ্ছেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। এমনকী, হামলা হয়েছিল তাঁর কানাডার রেস্তোরাঁতেও। জানা গিয়েছিল, সলমন খানের ঘনিষ্ঠ হওয়ায়, লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন কপিল। তবে সম্প্রতি তাঁকে ১ কোটি টাকা চেয়ে হুমকি দিয়েছিলেন এক যুবক। শনিবার কলকাতা থেকে গ্রেফতার করা হল অভিযুক্ত যুবককে।
গত ২২ ও ২৩ সেপ্টেম্বর কপিল শর্মার কাছে ৭ টি হুমকি ফোন যায়। যেখানে তাঁর কাছে ১ কোটি টাকা চাওয়া হয়। জানা গিয়েছে, দিলীপ চৌধুরী নামে ওই অভিযুক্ত গ্যাংস্টার রোহিত গোদারা এবং গোল্ডি ব্রারের নামে কপিল শর্মাকে হুমকি দিয়েছিল।
এই হুমকি ফোন পেয়ে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের কাছে গোটা বিষয়টা জানায় মুম্বই পুলিশ। তারপরই সূত্র থেকে খবর পেয়ে কলকাতা থেকে গ্রেফতার হয় অভিযুক্ত। জানা গিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে অভিযুক্তকে।
প্রসঙ্গত, ক্যাফে ব্যবসার শুরুতেই বড়সড় ধাক্কা খেলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা। জানা গিয়েছে, ৯ জুলাই সকালবেলা কানাডায় সদ্য খোলা তাঁর ক্যাপস ক্যাসেতে বন্দুকবাজরা তাণ্ডব চালায়। এলোপাথারি গুলিও চালাতে থাকে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কপিল শর্মাও সুস্থ রয়েছেন।
তথ্য বলছে, এই ঘটনার দায় স্বীকার করেছেন হরজিৎ সিং লাড্ডি নামে এক ব্যক্তি। যিনি খালিস্তানী জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তাঁর তরফ থেকে জানানো হয়েছে, কপিল শোয়ে কিছু আপত্তিজনক মন্তব্যের জন্যই এই মামলা। তবে কী মন্তব্য তা স্পষ্ট করেননি হরজিৎ।
ইতিমধ্যেই কপিল শর্মার এই ক্য়াফে নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়েছে। ক্যাফের খাবারের চড়া দামের জন্য কপিলকে কটাক্ষও শুনতে হয়েছে। আর তারই মাঝে এমন ঘটনায় একটু হলেও বিপদে পড়েছেন কপিল। তবে এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কপিলের তরফ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
