AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টাকার জন্য প্রোডিউসারকে না বলে মরা মানুষের মাংস খাইয়েছিলেন মহেশ ভাট! ঠিক কী হয়েছিল?

যেখানে জীবনের এক গোপন অধ্যায়কে সামনে এনেছেন মহেশ। সেখানেই জানিয়েছেন প্রযোজকের কাছ থেকে টাকা পেতে তান্ত্রিকের কাছেও ছুটেছিলেন মহেশ। আর শুধুই তাই নয়, তান্ত্রিকের কথায় এমন এক কাজ করেছিলেন, যা কিনা চমকে যাওয়ার মতো।

টাকার জন্য প্রোডিউসারকে না বলে মরা মানুষের মাংস খাইয়েছিলেন মহেশ ভাট! ঠিক কী হয়েছিল?
| Updated on: Oct 03, 2025 | 8:34 PM
Share

তখন সবে বলিউডে পা দিয়েছেন। ছবি তৈরির জন্য চিত্রনাট্য নিয়ে প্রযোজকদের দুয়ারে দুয়ারে ঘুরছেন মহেশ ভাট। কিন্তু কিছুতেই খুলছিল না কপাল! ঠিক সেই সময়ই এমন এক কাণ্ড ঘটিয়ে ছিলেন পরিচালক, যা কিনা আজও তাঁকে নাড়া দিয়ে যায়।

ব্য়াপারটা কী?

সম্প্রতি মহেশ ভাটের একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে জীবনের এক গোপন অধ্যায়কে সামনে এনেছেন মহেশ। সেখানেই জানিয়েছেন প্রযোজকের কাছ থেকে টাকা পেতে তান্ত্রিকের কাছেও ছুটেছিলেন মহেশ। আর শুধুই তাই নয়, তান্ত্রিকের কথায় এমন এক কাজ করেছিলেন, যা কিনা চমকে যাওয়ার মতো।

এই সাক্ষাৎকারে মহেশ জানালেন, আমি তেমন তন্ত্রসাধণা বা কালো জাদুতে বিশ্বাস করি না। তবুও বন্ধুর সঙ্গে একবার বেনারস গিয়েছিলাম। বন্ধুর কথাতেই বেনারসের একজন তান্ত্রিকের কাছে যাই। আমার সমস্যার কথা জানতে পেরেই, আমাকে একটা কাগজের পুরিয়া দেন। আর বলেন, ওই পুরিয়ার মধ্য়ে মরা মানুষের মাংসের টুকরো রয়েছে! আর সেটা নাকি প্রযোজককে খাইয়ে দিলেই প্রযোজক টাকা দিতে রাজি হবেনই।

মহেশ বলেন, এমনিতে আমি এসবে বিশ্বাস করি না। তবুও পুরিয়াটা নিয়ে প্রযোজকের কাছে গিয়েছিলাম। প্রযোজকটি ছিলেন বেনারসের জমিদার। ভেবেই পাচ্ছিলাম না, কীভাবে তাঁকে এই পুরিয়াটা খাওয়াব। পরে ঠিক করলাম, পানের মধ্যে দিয়ে খাইয়ে দেব। যেমন ভাবা, তেমনি কাজ। প্রযোজক সেই পানটি খেয়েওছিলেন।

শেষমেশ কী টাকা পেয়েছিলেন মহেশ?

এই সাক্ষাৎকারে মহেশ জানিয়েছেন, পানটাও খেল, সঙ্গে মরা মানুষের মাংসের টুকরোও। সাক্ষাতের ঠিক একমাস পরে আমাকে প্রযোজক জানায়, টাকা দিতে পারবেন না!

মহেশ ভাট বলিউডের জনপ্রিয় পরিচালক। যিনি বলিউডকে উপহার দিয়েছেন সারাংশ, ড্যাডি, সড়ক, দিল হ্য়ায় কি মানতা নেহির মতো ছবি। যা কিনা বক্স অফিসে সাফল্যের সঙ্গে সঙ্গে বলিউডে নতুন ট্রেন্ড তৈরি করেছিল। বোল্ড বিষয় বেছে নেওয়া ছিল তাঁর ছবির আকর্ষণ কেন্দ্র। তবে এই মুহূর্তে ছবি থেকে দূরেই রয়েছেন তিনি। বরং নিজেই এখন প্রযোজনার সঙ্গে যুক্ত।