‘প্যান্ট খুলে দেখাও…’, ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার মহেশ ভাট
সোনি রাজদানকে বিয়ে করা। মেয়ে পূজা ভাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন, সবেতেই মহেশ ভাট ছিলেন চর্চায়। তবে সেই বোল্ড পরিচালকের সঙ্গেও এমন এক ঘটনা ঘটেছিল যা কিনা তাঁর জীবনকে বদলে দিয়েছিল। এখনও সেই ঘটনার কথা মনে পড়লে কেঁপে ওঠেন মহেশ।

তিনি বলিউডের বোল্ড পরিচালক। তা শুধু তাঁর ছবির বিষয় বেছে নেওয়ার অভ্যাস নয়। ব্যক্তিগত জীবনেও তাঁর বোল্ড অবতার জনপ্রিয় গোটা বলিউডে। বিশেষ করে পরভিন ববির সঙ্গে তাঁর সম্পর্ক, বিচ্ছেদ। সোনি রাজদানকে বিয়ে করা। মেয়ে পূজা ভাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন, সবেতেই মহেশ ভাট ছিলেন চর্চায়। তবে সেই বোল্ড পরিচালকের সঙ্গেও এমন এক ঘটনা ঘটেছিল যা কিনা তাঁর জীবনকে বদলে দিয়েছিল। এখনও সেই ঘটনার কথা মনে পড়লে কেঁপে ওঠেন মহেশ। সম্প্রতি সেই তিক্ত অভিজ্ঞতার কথাই শেয়ার করলেন পূজা ভাটের টক শোয়ে।
কী বললেন মহেশ?
বেশ কয়েক মাস আগেই ইউটিউবে নিজের টক শো শুরু করেছেন পূজা ভাট। সেই শোয়ে সম্প্রতি এসেছিলেন মহেশ। নানা কথার মাঝে শেয়ার করেন এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। যা কিনা আজও নাড়া দিয়ে যায় মহেশকে।
তখন মহেশের বয়স চোদ্দ কি পনেরো। একদিন হঠাৎ পাড়ার মোড়ে প্রায় ১০ জন যুবক ঘিরে ধরে মহেশকে। আচমকাই মহেশের পরিবারের নাম করে গালিগালাজ করতে থাকেন। তবে গালিগালাজেই থেমে যাননি। হঠাৎ ১০ জন মিলেই মারধর শুরু করে।
এই সাক্ষাৎকারে মহেশ বলেন, ১০ জনের মধ্যে একজন আমাকে দেওয়ালে ঠেলে দেয়। আর পিছন থেকে শুনতে পাই, একজন বলছে, প্যান্ট খুলে দেখা তুই হিন্দু নাকি মুসলমান!
মহেশ জানান, সেদিন খুব ভয় পেয়েছিলেন তিনি। তব ঈশ্বরের কৃপায় সেদিন, পাড়ার এক বৃদ্ধ তাঁকে বাঁচিয়ে ছিল এমন অপ্রীতিকর ঘটনার মুখ থেকে। বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন মহেশ। কিন্তু এখনও সেই ঘটনার ক্ষত রয়ে গিয়েছে, তাঁর অন্তরে।
