Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saif Ali Khan: সইফের উপর হামলায় বাংলাদেশ যোগ! অবৈধভাবে ভারতে ঢুকেছিল হামলাকারী

Saif Ali Khan: বুধবার গভীর রাতে বাড়িতে ঢুকে সইফ আলি খানের উপর হামলা চালানো হয়। একের পর এক ছুরির কোপে গুরুতর জখম হন বলিউড তারকা। লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

Saif Ali Khan: সইফের উপর হামলায় বাংলাদেশ যোগ! অবৈধভাবে ভারতে ঢুকেছিল হামলাকারী
ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চায় মুম্বই পুলিশ
Follow Us:
| Updated on: Jan 19, 2025 | 10:17 AM

মুম্বই: বলিউড তারকা সইফ আলি খানের উপর হামলাকারী একজন বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে ঢুকেছিল। রবিবার হামলাকারীকে গ্রেফতার করার পর সাংবাদিক বৈঠকে বলল মুম্বই পুলিশ। মাস পাঁচেক আগেই সে ভারতে ঢোকে বলে পুলিশের সন্দেহ।

এদিন মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার গেদম দীক্ষিত বলেন, “ধৃতের নাম মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে বলে তদন্তে উঠে এসেছে। তার কাছে কোনও ভারতীয় পরিচয়পত্র নেই। আমাদের সন্দেহ যে সে বাংলাদেশি নাগরিক। তার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টে মামলা করা হচ্ছে।”

চুরির উদ্দেশ্যে বলিউড তারকার বাড়িতে সে ঢুকেছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ডেপুটি পুলিশ কমিশনার আরও বলেন, “ধৃত যুবকের কাছ থেকে কিছু সামগ্রী পাওয়া গিয়েছে। যেগুলি দেখে মনে হচ্ছে সে বাংলাদেশি। সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এবং নিজের নাম বদলে ফেলে। নিজেকে বিজয় দাস বলে পরিচয় দেয়। প্রায় মাস চারেক সে মুম্বইয়ে রয়েছে। একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করত।”

মুম্বই পুলিশ জানিয়েছে, ধৃতকে এদিন আদালতে তোলা হবে। এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে। ধৃত ব্যক্তি প্রথমবার সইফের বাড়িতে ঢুকেছিল বলে পুলিশ জানিয়েছে।

বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সইফ আলি খান। তাঁর উপর আক্রমণ করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে বলিউড তারকার উপর আঘাত করেন সেই ব্যক্তি। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সইফ আলি খানকে। ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন সইফ। আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। ধীরে ধীরে ক্ষতস্থান শুকোচ্ছে।

শনিবার পুলিশের কাছে বয়ান রেকর্ড করার সময় সেই রাতের ঘটনার বিবরণ দিয়েছেন সইফপত্নী করিনা কাপুর খান। অভিনেত্রী বলেন, “আক্রমণকারী মারাত্মক হিংস্র। নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল সইফের উপরে। এলোপাথাড়ি কোপাচ্ছিল।” করিনা আরও জানিয়েছেন, তাঁরা সবাই এখনও খুবই দুশ্চিন্তায়। ছোট ছেলে জেহের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ রয়েছে।