মদ্যপ অবস্থায় রোহন প্রেমের প্রস্তাব দিয়েছিল: নেহা কক্কর

নেহা আর রোহনের সম্পর্কের শুরুও এক বিয়ের মিউজিক ভিডিও শুটের মাধ্যমে। আর তারপর দু‘মাস প্রেমপর্বের পর গত অক্টোবরে চার হাত এক হয়।

মদ্যপ অবস্থায় রোহন প্রেমের প্রস্তাব দিয়েছিল: নেহা কক্কর
দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Dec 26, 2020 | 12:21 PM

কখনও বিয়ে, কখনও বা বেবি বাম্প- গত কয়েকদিন ধরে শিরোনামে বলিউড গায়িকা নেহা কক্কর (Neha Kakkar)। রোহনপ্রীত সিংয়ের (Rohanpreet Singh) সঙ্গে দিন কয়েক আগেই গাঁটছড়া বেঁধেছেন তিনি। কখনও সদ্য শুরু হওয়া সংসার জীবন, কখনও বা নিজেদের প্রেমের গল্প নেহা শেয়ার করছেন প্রকাশ্যে। সদ্য ‘দ্য কপিল শর্মা শো’-এ গিয়ে নিজেদের প্রেমের গল্প বলতে গিয়ে নস্ট্যালজিক হয়ে পড়েন নেহা।

নেহা জানিয়েছেন, রোহনপ্রীত প্রথমে নাকি তাঁর স্ন্যাপচ্যাট আইডি চেয়েছিলেন। সেখান থেকেই তাঁদের সম্পর্কের শুরু। নেহা যদিও প্রথমেই নাকি বলে দিয়েছিলেন, তিনি বিয়ে করতে চান। যদি রোহনপ্রীত নাকি জবাবে জানিয়েছিলেন, তাঁর বয়স মাত্র ২৫। তিনি বিয়ের কথা ভাবেনইনি তখনও।

আরও পড়ুন, ক্রিসমাস সেলিব্রেশনে কী করলেন সইফ-করিনা?

তবে সেই ভাবনা নাকি বদলে গিয়েছিল দ্রুত। নেহার কথায়, “একদিন হঠাৎই রোহনপ্রীত আমাকে প্রোপোজ করে। সেদিন ও মদ্যপ অবস্থায় আমাকে বলেছিল, নেহু, আমি তোকে ছাড়া থাকতে পারব না। চল বিয়ে করি। আমি ভেবেছিলাম পরের দিন সকালে ও ভুলে যাবে। কিন্তু ও আমার ঘরে এসে জানতে চেয়েছিল, গতকাল রাতে যা বলেছিলাম সেটা মনে আছে কি না। আমি তখন মায়ের সঙ্গে কথা বলতে বলেছিলাম। ও যখন সেটা করল, আমি জাস্ট প্রেমে পড়ে গিয়েছিলাম।”

নেহা আর রোহনের সম্পর্কের শুরুও এক বিয়ের মিউজিক ভিডিও শুটের মাধ্যমে। আর তারপর দু‘মাস প্রেমপর্বের পর গত অক্টোবরে চার হাত এক হয়। বিয়ের প্রতিটা ছবিতে নেহা আর রোহনের মুখের হাসি বলে দিচ্ছিল তারা ঠিক কতটা খুশি। বিয়ের পরপরই হনিমুনের জন্য তাঁরা উড়ে যান দুবাই। আপাতত জমিয়ে চলছে দম্পতির সংসার।

আরও পড়ুন, ক্রিসমাসে ইউভানকে নিয়ে রাজ-শুভশ্রীর বিশেষ ফটোশুট