Aparajita Ghosh: এক প্রিন্সিপালের গল্প বলবেন অপরাজিতা, সৌজন্যে ‘ড্যাডিস্ লিটল গার্ল’

Aparajita Ghosh: চিত্রনাট্য অনুযায়ী রাধিকা স্কুলের শিক্ষিকা। জুনিয়র স্কুল টিচার থেকে তিনি সিনিয়র প্রিন্সিপাল পদে প্রোমোশন পান। এই স্কুলের এক মন্ত্রীর ছেলেও পড়াশোনা করে।

Aparajita Ghosh: এক প্রিন্সিপালের গল্প বলবেন অপরাজিতা, সৌজন্যে ‘ড্যাডিস্ লিটল গার্ল’
অপরাজিতা ঘোষ।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2021 | 3:17 PM

‘ড্যাডিস্ লিটল গার্ল’। এই বিশেষণ হয়তো অনেকেরই রয়েছে। মেয়েরা তো বাবার আদরেরই হয়। সেই মেয়ে এ বার পর্দায়। সৌজন্যে আদিত্য পন্ডিত পরিচালিত প্রথম ছবি ‘ড্যাডিস্ লিটল গার্ল’। ইংরেজি ভাষায় তৈরি হওয়া এই ছবি বছর শেষে দেখা যাবে হটস্টার-এ।

মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা ঘোষ। তাঁর কথায়, “আমার চরিত্রের নাম রাধিকা। আদিত্যর এটা প্রথম ছবি। অসাধারণ স্ক্রিপ্ট করেছে। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা মজার। এটা যে প্রথম কাজ তা ওর ছবি দেখে বোঝার উপায় নেই। অনেক সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলা হয়েছে। আমরা সকলে পরিশ্রম করেছি। খুব ইন্টারেস্টিং ছবি, ইন্টারেস্টিং চরিত্র।”

চিত্রনাট্য অনুযায়ী রাধিকা স্কুলের শিক্ষিকা। জুনিয়র স্কুল টিচার থেকে তিনি সিনিয়র প্রিন্সিপাল পদে প্রোমোশন পান। এই স্কুলের এক মন্ত্রীর ছেলেও পড়াশোনা করে। নতুন পদ পাওয়ার পর রাধিকার জীবনে বেশ কিছু পরিবর্তন আসে। তাঁর কাজ আরও কঠিন হয়ে যাবে, নাকি তিনি সহজেই পেরিয়ে যাবেন পেশার আরও একটি ধাপ তা জানার জন্য আর কয়েকদিনের অপেক্ষা।

shooting

শুটিং চলছে।

আদিত্য নিজের প্রথম ছবি সম্পর্কে বললেন, “এই শর্ট ফিল্মের শুটিংয়ে আমি অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি। একজন স্কুলের প্রিন্সিপালের দৃষ্টিভঙ্গী থেকে গোটা গল্পটা ভাবার চেষ্টা করেছি। সে ভাবেই দেখিয়েছি। পড়ুয়াদের সমস্যা হলে, খারাপ সময়ে তারা প্রিন্সিপালের অফিসে গিয়ে সমাধান খুঁজতে পারে। কিন্তু একজন প্রিন্সিপাল যখন খারাপ সময় কাটান, তখন তিনি কী করেন? আমার নিজের স্কুল শেষ হওয়ার পর থেকেই এই গল্পটা বলতে চাইতাম। কাস্ট এবং ক্রিউ সকলে অত্যন্ত সাপোর্ট করেছেন। আমার প্রথম ছবি, আশা করি আপনাদের ভাল লাগবে। এই ছবিতে ক্যামেরার দায়িত্বে ছিলেন মধুরা পালিত।”

ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম তথা ডিজিটালই ভবিষ্যৎ। প্রায় সব ক্ষেত্রেই এটা ধ্রুব সত্যি মেনে নিয়ে এগিয়ে চলেছেন পেশাদারেরা। বড় পর্দায় ছবি রিলিজের সিদ্ধান্ত এখনও বহু প্রযোজক সচেতন ভাবেই নিচ্ছেন না। কারণ করোনা পরিস্থিতি এখনও রয়েছে। ফলে সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার দর্শক এখনও হাতে গোনা। এই পরিস্থিতিতে সকলে ওয়েব প্ল্যাটফর্মে স্বচ্ছন্দ। এই ছবিও ব্যতিক্রম নয়। পাশাপাশি অপরাজিতাকে বহু বছর ধরে বিভিন্ন চরিত্রে দেখছেন দর্শক। তবে রাধিকা চরিত্রটি তাঁর কেরিয়ারে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন এই টিমের সদস্যরা।

আরও পড়ুন, Sussanne Khan: সত্যিই প্রেম করছেন সুজান? জন্মদিনে আর্সলানের শুভেচ্ছা বার্তায় ফের জল্পনা