দেশের প্রতিরক্ষা মন্ত্রক থেকে নাকচ করেছে ওনিরের এই ছবি। মেজর জে সুরেশের জীবনের কাহিনিকে সিনেমার আকারে তুলে ধরতে চেয়েছিলেন ওনির। সেই মেজর জে সুরেশ, যাঁকে সমকামী হওয়ার কারণে ছাড়তে হয়েছিল ভারতীয় সেনা। মার্চ মাসে শুটিং ফ্লোরে যাওয়ার আগে সেনার উচ্চপদস্থ কর্তাদের থেকে অনুমতি চেয়েছিলেন পরিচালক। সবটা দেখে শুনেই তাঁকে অনুমতি দিতে নারাজ সেনা।
এপ্রসঙ্গে ওনির বলেছেন, “ছবির নাম ‘উই আর’। আমার ২০১১ সালের ছবি ‘আই অ্যাম’-এর সিক্যুয়েল বলতে পারেন। ৩৭৭ ধারায় সুপ্রিম কোর্টের রায় আসার পর সেটা উৎযাপন করার জন্যই গে, লেসবিয়ান, ট্রান্সজেন্ডার ও বাইসেক্সচুয়ালদের নিয়ে চারটে গল্প তৈরি করতে চেয়েছিলাম আমি। প্রথম গল্পটি পুরুষের সমকামিতা নিয়ে তৈরি করেছিলাম। নিউজ় চ্যানেলে মেজর সুরেশের গল্পটা দেখেছিলাম। চ্যানেলেরই একটি সাক্ষাৎকারে তিনি বলছিলেন, নিজের সঠিক পরিচয় না দিতে পারায় সেনা দলে দমবন্ধ করা পরিবেশ শুরু হয়েছিল তাঁর। আমি ভেবেছিলাম শীর্ষ আদালতের রায় বেরনোর পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে।”
“দেশের সেনাদলে কাজ করা একটি কাল্পনিক চরিত্রকেই আমি দেখাতে চেয়েছিলাম গল্পে। সেই ব্যক্তি প্রেমে পড়ে। কিন্তু প্রেম জাহির করতে কুণ্ঠাবোধ করে সে। সে এটাও জানে, সেনায় সমকামিতা বেআইনি। শেষমেশ সে আর্মির চাকরি ছেড়ে দেয়। প্রেমের কাছে ফিরে যায়। এই ছবি ভালবাসার কথা বলে।” বলেছেন ওনির।
আরও পড়ুন: Bengali Serial: দিন কয়েকের মধ্যেই বন্ধ হচ্ছে ‘মহাপীঠ তারাপীঠ’? মুখ খুললেন সব্যসাচী