Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hiya Dey: ‘বাড়ি যাব, খুব খিদে পেয়েছে’, অবশেষ মুক্তি ‘পটলকুমারের’, স্বস্তিতে পরিবার

Hiya Dey: শরীর ভিতর ১৫ সেন্টিমিটারের টিউমার। হঠাৎ করেই ধরা পড়ে হিয়া দে'র। তড়িঘড়ি করতে হয় অস্ত্রোপচার। চিন্তায় পড়ে যান তাঁর ভক্তরাও। অবশেষে স্বস্তি।

Hiya Dey: 'বাড়ি যাব, খুব খিদে পেয়েছে', অবশেষ মুক্তি 'পটলকুমারের', স্বস্তিতে পরিবার
বাড়ি ফিরলেন হিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2023 | 7:40 PM

শরীর ভিতর ১৫ সেন্টিমিটারের টিউমার। হঠাৎ করেই ধরা পড়ে হিয়া দে’র। তড়িঘড়ি করতে হয় অস্ত্রোপচার। চিন্তায় পড়ে যান তাঁর ভক্তরাও। অবশেষে স্বস্তি। অস্ত্রোপচারের পর বেশ কিছু দিন হাসপাতালে কাটিয়ে অবশেষে বাড়ি ফিরলেন হিয়া। এই কয়দিন তরল খাবার খেতে হয়েছিল তাঁর। তবে আর নয় বিধিনিষেধ। তাই মা ভিডিয়ো করতেই হিয়ার মুখে একটাই কথা, “ফাইনালি, বাড়ি যাব, খাব, খিদে পেয়েছে।” তিনি ভাল আছেন দেখে স্বস্তিতে ভক্তরাও। যদিও এখনও থাকতে হবে নিয়মের মধ্যে। ‘ওপেন কাট’ অস্ত্রোপচার হয়েছে তাঁর। মোটেও তা মুখের কথা নয়।

কী হয়েছিল হিয়ার?

টিভিনাইন বাংলা যোগাযোগ করলেন হিয়ার মা বলেন, “ওর সিস্ট হয়েছিল। এ ছাড়াও ইউটেরাসের পিছনে ১৫ সেন্টিমিটারের এক বড় টিউমার হয়, প্রথমে বুঝতে পারিনি আমরা। কিন্তু পরীক্ষা করাতেই ধরা পড়ে। এর পর আর দেরি করিনি। হাসপাতালে ভর্তি করা হয় ওকে।” অস্ত্রোপচারের পর জানিয়েছিলেন, ভালভাবেই সব কিছু মিটেছে তাঁর। ভাল আছেন তিনি। যদিও চিন্তামুক্ত হতে পারেননি ভক্তরা। তবে অবশেষে স্বস্তি। এখনও স্কুলের গন্ডিও পার হননি হিয়া। ছোট থেকেই অভিনয় করছেন। ‘পটল কুমার গানওয়ালা’তে অভিনয় করে বেশ নাম করেছিলেন তিনি। তবে, সাম্প্রতিক অতীতে তাঁর পোশাক আশাকের জন্য বেশ ট্রোলের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। অনেকেরই মতে বয়সের তুলনায় তাঁর পোশাক বেমানান। যদিও হিয়া ব্যস্ত তাঁর ব্লগ, আর পড়াশোনা নিয়ে। কাজ করেছেন বড় পর্দাতেও।