Lock Upp: খুলে ফেললেন পোশাক, উঠোনে বসেই স্নান পুনম পাণ্ডের, জুটল তীব্র ধিক্কার

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 29, 2022 | 11:37 AM

Lock Upp: কখনও ক্যামেরার সামনে পোশাক খুলে ফেলা আবার কখনও বা 'আপত্তিজনক' অঙ্গভঙ্গি--  পুনম রয়েছেন পুনমেই।

Lock Upp: খুলে ফেললেন পোশাক, উঠোনে বসেই স্নান পুনম পাণ্ডের, জুটল তীব্র ধিক্কার
উঠোনে বসেই স্নান পুনম পাণ্ডের

Follow Us

কঙ্গনা রানাওয়াতের শো লকআপে অংশ নিয়েছেন ‘এরোটিক স্টার’ পুনম পাণ্ডে। পুনম জানিয়েছিলেন, এই শো’য়ে দর্শক তাঁকে আলাদা করে পাবেন। যেমন ভাবে নিজেকে দেখিয়ে এসেছেন এতকাল তার থেকে এ যেন অনেকটাই আলাদা। কিন্তু বাস্তবে হল ঠিক উল্টোটাই। কখনও ক্যামেরার সামনে পোশাক খুলে ফেলা আবার কখনও বা ‘আপত্তিজনক’ অঙ্গভঙ্গি–  পুনম রয়েছেন পুনমেই। তবে এবার সব কিছুকে ছাপিয়ে দিলেন তিনি। শো’র আর এক প্রতিযোগী শিবম শর্মাকে দেখে ‘অনুপ্রাণিত’ হয়ে উঠোনে বসেই বাকি প্রতিযোগীদের সামনে করলেন স্নান। সেই কিল্পিংস কমিউনিটি ষ্ট্যাণ্ডার্ডেস আওতাবদ্ধ না নওয়ার তা সম্প্রচারও করতে পারল না ওটিটি প্ল্যাটফর্মটি।

শিবম উঠোনে বসে স্নান করছিলেন। শরীর ঊর্ধ্বভাগ ছিল উন্মুক্ত, নিচে পরেছিলেন প্যান্ট। শো’র বাকি দুই প্রতিযোগী সাইশা সিণ্ডে ও পুনম পাণ্ডে ক্রমাগত শিবমকে তাঁর প্যান্ট খুলে ফেলার জন্য জোর করতে থাকেন। এক সময় তা খুলেও ফেলেন তিনি। পরনে তখন শুধুই বক্সার। সেই অবস্থাতেই স্নান সারতে থাকেন শিবম। ঠিক সেই সময়েই আচমকাই পুনমও নিজের পোশাক খুলে ফেলেন। পরনে তখন একফালি অন্তর্বাস। সেই অবস্থাতেই শিবমের মতো তিনিও বাকি প্রতিযোগীর সামনে আচমকাই স্নান করতে শুরু করে দেন।

তাঁর এই আচরণ মোটেও ভালভাবে নেননি শো’র বাকি প্রতিযোগীরা। প্রতিযোগী মুনওয়ার ফারুকীকে বলতে শোনা যায়, “এই সপ্তাহে ওর চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ আমার মনে হয় নির্মাতাদের যা দরকার ছিল তা তাঁরা পেয়ে গিয়েছেন। এখন পুনম তুমি চুএ যেতে পার।” তবে শো’র প্রতিযোগী অবশ্য মুনওয়ারের সঙ্গে একমত হননি। তাঁর মতে যে সব পুরুষ এই অবস্থায় পুনমকে দেখতে চান তাঁরা ঠিক ওকে বাঁচাতে ভোট করেই যাবেন। সে ক্ষেত্রে তাঁর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

 


এর আগে অবশ্য হয়েছে এমনটা। পুনম ছিলেন বটম লাইনে। তিনি প্রতিজ্ঞা করেন তাঁকে যদি বাদ পড়া থেকে বাঁচিয়ে নেওয়া হয় তবে তিনি জামা খুলে ফেলবেন। ওই সপ্তাহে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন পুনম। প্রতিজ্ঞাও তিনি রেখেছিলেন। বিবস্ত্র না হলেও পরনের পোশাক খুলেছিলেন সিসিটিভির সামনেই। পরনে তখন অন্তর্বাস। তবে তাঁর এই পোশাক খোলার স্ট্র্যাটেজি মোটেও ভালভাবে নিচ্ছেন না নেটপাড়ার একটা বড় অংশ। তাঁদের মতে পুনম কখনওই ‘শুধরোবেন না’। জুটেচ্ছে ধিক্কার। পুনম অবশ্য প্রতিবারের মতো এবারেও নির্বিকার।

আরও পড়ুন- Prabhat Roy’s Wife: শেষের দিনগুলো কেটেছে চরম কষ্টে, প্রয়াত পরিচালক প্রভাত রায়ের স্ত্রী

Next Article