Shehnaaz Gill: করণকে সরিয়ে কঙ্গনার সঙ্গে একজোট হচ্ছেন শেহনাজ গিল?

Shehnaaz Gill: গত বছর সেপ্টেম্বর মাসে সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুতে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শেহনাজ গিল। তবে ধীরে ধীরে তিনি কাজে ফিরেছেন...

Shehnaaz Gill: করণকে সরিয়ে কঙ্গনার সঙ্গে একজোট হচ্ছেন শেহনাজ গিল?
করণকে সরিয়ে কঙ্গনার সঙ্গে একজোট হচ্ছেন শেহনাজ গিল?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2022 | 9:44 PM

বিতর্ক থেকে তিনি শতহস্ত দূরে। কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে, বিতর্কেরই অংশ হতে চলেছেন শেহনাজ গিল। করণকে সরিয়ে কঙ্গনার শো’য়েরই অংশ হতে চলেছেন তিনি। এমন এক শো যেখানে মিথ্যের কোনও আশ্রয় নেই। গোপন কথা ফাঁস করেই যেখানে টিকে থাকতে হয়। কোন শো ইতিমধ্যে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন? কঙ্গনা রানাওয়াতের শো লকআপের অংশই নাকি হতে চলেছেন শেহনাজ, বলছে বলিউড লাইফের একটি সূত্র। তবে এ ক্ষেত্রে সরে যেতে হবে করণ কুন্দ্রাকে।

কঙ্গনা শো ‘লকআপ ‘ ইতিমধ্যেই হিট। সেলিব্রিটিরা নিজেদের গোপন তথ্য ফাঁস করে দিতে বাধ্য হচ্ছেন এই শো’য়ে। শোনা যাচ্ছে, এর আগেও শেহনাজের কাছে ওই শোয়ের অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। তবে সূত্র বলছে, এবার খোদ কঙ্গনা রানাওয়াতই নাকি শেহনাজকে প্রস্তাব দিয়েছেন ওই শোয়ের অংশ হওয়ার জন্য। আর সে কারণেই নাকি সরাসরি না বলতে পারছেন না শেহনাজ। কেন করণ বাদ পড়ছেন? জানা যাচ্ছে, কিছুদিনের জন্য অংশ নেবেন এই প্রস্তাবেই শোয়ে হাজির হয়েছিলেন করণ কুন্দ্রা। তাঁর এক জনপ্রিয়তা রয়েছে। তাই সেই শর্তেই রাজি হয়েছিল লকআপ টিম। অবশেষে সেই সময় ফুরিয়ে গিয়েছে। আর সেই কারণেই নাকি শেহনাজের কাছে আবার প্রস্তাব গিয়েছে খোদ কুইনের কাছ থেকেই।

গত বছর সেপ্টেম্বর মাসে সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুতে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শেহনাজ গিল। তবে ধীরে ধীরে তিনি কাজে ফিরেছেন। নতুন ছবির প্রচারে অংশ নিয়েছেন। দেখা গিয়েছে বেশ কিছু ফোটোশুটে। আর তাঁর এই নতুন ইনিংসে তিনি পাশে পেয়েছেন সলমন খানকে, জানা যাচ্ছে এমনটাই। সলমনই নাকি জীবনকে নতুন করে দেখার জন্য শক্তি জুগিয়েছেন শেহনাজকে। শেহনাজও নতুন ভাবে জীবনের মানে খুঁজে পেয়েছেন, তবে এই শো’য়ে তিনি আদপে অংশ নিচ্ছেন কিনা সে বিষয়ে তিনি এখনও পর্যন্ত মুখ খোলেননি।