Akshay Kumar: সিনেমার থেকে সিরিজ বেশি কঠিন, ডেবিউর আগেই ‘কিন্তু’র খোঁচা অক্ষয়ের মনে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 30, 2022 | 7:46 PM

Akshay Kumer: ওটিটি-র প্রস্তাব গ্রহণ করেও শুটিং করতে নারাজ, পছন্দ হচ্ছে না স্ক্রিনপ্লে, কী বললেন অক্ষয়!

Akshay Kumar: সিনেমার থেকে সিরিজ বেশি কঠিন, ডেবিউর আগেই কিন্তুর খোঁচা অক্ষয়ের মনে

Follow Us

অক্ষয় কুমার, একদিক থেকে তিনি যেমন পরিশ্রমী, দক্ষ অভিনেতা, ঠিক তেমনই তিনি ব্যবসাটাও বোঝেন। বারে বারে এই একটা প্রসঙ্গে তিনি নিজের মতামত সাফ জানিয়ে এসেছেন। তাঁর কথায়, যখন একটি ছবি বানানো হয়, তখন যদি তাঁর ব্যবসার দিকটিও ভাবা যায়, তবে কোথাও গিয়ে কিছু মানুষের রোজগার বাঁচে, সংসার বাঁচে। আর সেই সেলেবই ছক কষে তাই মাঠে নামতেই বেশি পছন্দ করেন।

অক্ষয় কুমারের এই চেনা সমীকরণেই বারে বারে ফিরে এসেছে বক্স অফিসে সাফল্য। ফিরেছে একশো বা দুশো কোটির ক্লাবের তকমা। তবে সেই সেলেব কেন ওটিটি থেকে বিমুখ! সকলে ধীরে ধীরে ওটিটিতে হাত পাকালেও, তিনি কোথাও গিয়ে যেন এই প্রসঙ্গে খুব একটা নজর দিতে ইচ্ছুক নয়। সিরিজের নাম দ্য এন্ড। ২০১৯ সাল থেকে যা কেবলই পিছিয়ে যাচ্ছে নানা কারণে।

প্রথম প্রসঙ্গ ছিল করোনা ভাইরাস, সেই পরিস্থিতি স্বাভাবিক হতেই কোথাও গিয়ে যেন ওটিটির কাজ আর শুরু হচ্ছে না। অবশেষে মুখ খুললেন অক্ষয় কুমার। জানালেন, সব যদি ঠিক থাকে তবে আগামী বছর এই ছবির কাজ শুরু হতে পারে। কারণ একটাই, অক্ষয় কুমারের কথায় আড়াই ঘণ্টার একটা ছবি করা অনেক বেশি সহজ। কারণ একটাই, ওয়েব সিরিজে দর্শকদের মনোসংযোগ ধরে রাখাটা চ্যালেঞ্জের। সম্প্রতি এমনই সম্তব্য করে দ্য এন্ড স্ক্রিপ্ট ফিরিয়েছেন তিনি। অক্ষয়ের কথায় ওয়েব সিরিজে গল্প ধরে রাখাটাই আসল। দ্য এন্ড-এর স্ক্রিন প্লে পছন্দ হয়নি তাঁর। তাই ফিরিয়েছেন কাজ। পরবর্তীতে সবটা ঠিক থাকলে তিনি নিশ্চয় কাজ করবেন, তবে চলতি বছর নয়। একটা বছর তিনি সময় দিলেন। এখন দেখার অক্কির মনের মত করে স্ক্রিপ্ট তৈরি করতে পারেন কি না সিরিজ নির্মাতারা।

আরও পড়ুন- Viral Photo: ‘পোশাক না খুলেও সেলেব হওয়া যায় মা’, কেন হঠাৎ সোলাঙ্কিকে উপদেশ নেটপাড়ার?

আরো পড়ুন- RRR Controversy: বক্সঅফিসে ৫০০ কোটির ঝড়, ৯ কোটি পকেটে পুরেও মুখ ভার আলিয়ার

আরও পড়ুন- Social Media Troll: মুখ ফিরিয়েছে বলিউড, বয়সের ছাপ ভুলে হট পোজ়, ব্যাপক ট্রোলের শিকার আমিশা

Next Article