ছোট্ট নিষাদকে পরালেন ধুতি-পাঞ্জাবি, ছেলেকে কোলে নিয়ে সন্ধিপুজোয় পরমব্রত-পিয়া
ছেলেকে সঙ্গে নিয়ে এবার প্রথম পুজো পরমব্রত ও পিয়া। তাই চতুর্থীর দিনকেই বেছে নিয়েছিলেন সবার সামনে তাকে নিয়ে আসার। পিয়া জানিয়ে ছিলেন, সাত সুরের একেবারে শেষ সুর হল নিষাদ। এর রয়েছে আরেকটা অর্থও। নিষাদ যাকে কোনও দুঃখ ছুঁতে পারে না।

দুর্গাপুজোর আবহেই ছেলে নিষাদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ছোট্ট নিষাদের এবার প্রথম পুজো। বাবা পর রমব্রতকোলে চেপে মা দুগ্গা দর্শন। হলুদ পাঞ্জাবি, সাদা ধুতিতে সন্ধিপুজোয় হাজির ছোট্ট নিষাদ।
ছেলেকে সঙ্গে নিয়ে এবার প্রথম পুজো পরমব্রত ও পিয়া। তাই চতুর্থীর দিনকেই বেছে নিয়েছিলেন সবার সামনে তাকে নিয়ে আসার। পিয়া জানিয়ে ছিলেন, সাত সুরের একেবারে শেষ সুর হল নিষাদ। এর রয়েছে আরেকটা অর্থও। নিষাদ যাকে কোনও দুঃখ ছুঁতে পারে না।
২০২৩ সালের নভেম্বর মাসে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সই বিয়ে সারেন পরম-পিয়া। তারপর ইন্ডাস্ট্রির কয়েকজনকে নিয়ে রিশেপসন পার্টিও করেছিলেন। পরমব্রত এই ঘোষণার পর বাবা হওয়া নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরমব্রত আর পিয়া কীভাবে তাঁদের সন্তানকে বড় করতে চান, তা নিয়ে যেসব পরিকল্পনা করেছেন, তা-ও জনসমক্ষে এনেছেন।
পরমব্রতর পোস্ট—
View this post on Instagram
২০২৩ সালের নভেম্বর মাসে ঘরোয়া অনুষ্ঠান করে ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু ও পরিজনদের নিয়ে বিবাহ আসর বসিয়েছিলেন নিজেদের বাড়িতেই তাঁরা। খুব সাধারণভাবেই চারহাত এক হয় তারকা দম্পতির। সবটাই ছিল অনাড়ম্বর। সেদিন তাঁরা শুরু করেছিলেন নিজেদের জীবনের এক নতুন ইনিংস। আর এখন সন্তানকে সঙ্গে নিয়ে জীবনের আরও এক নতুন ইনিংস।
