হাজার টাকায় ১০ টা চুমু! প্রযোজকের শর্ত মেনে কী করেছিলেন সইফ?
আর সেই স্ট্রাগলের মুখে পড়ে এমন কিছু কিছু কাজ করেছেন, যা এখনও ভুলতে পারেননিসইফ আলি খান। বলিউডে এতদিন বছর থেকেই, কেরিয়ার শুরুর সময়টার দিকে তাকালে সইফের চোখের সামনে ভেসে ওঠে এমন সব কাণ্ড।

তিনি পতৌদি ও শর্মিলা পুত্র। তিনি ছোটো নবাব। বিশাল তাঁর প্য়ালেস ও রাজত্ব। তবে জানেন কি, এসব প্রতিপত্তি থাকলেও, সিনে কেরিয়ারে পা রাখার পর চরম স্ট্রাগল করতে হয়েছিল তাঁকে। আর সেই স্ট্রাগলের মুখে পড়ে এমন কিছু কিছু কাজ করেছেন, যা এখনও ভুলতে পারেননিসইফ আলি খান। বলিউডে এতদিন বছর থেকেই, কেরিয়ার শুরুর সময়টার দিকে তাকালে সইফের চোখের সামনে ভেসে ওঠে এমন সব কাণ্ড। যা কিনা হতবাক করে দেওয়ার মতো। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমন ঘটনার কথাই জানালেন সইফ আলি খান।
তখন সইফের বয়স মাত্র ২১ বছর। সইফ বয়সে বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। যখন সারার জন্ম হয় তখন ২৫-এ সবে পা দিয়েছেন সইফ। শুরু থেকেই তাঁর উপর পরিবারের দায়িত্ব ছিল। সেই সময়ই এক প্রযোজক তাঁকে সপ্তাহে এক হাজার টাকা দিতেন। কিন্তু শর্ত ছিল একটাই। চুমু খেতে হবে। চুমু খেলেই প্রতিবার টাকা দেবে, অন্তত দশবার চুমু খেতে হবে। টাকার জন্য এটাও করেছিলেন সইফ।
এই সাক্ষাৎকারে সইফ আরও বলেন, সইফ বলেন, ” আমি ছবিতে দ্বিতীয় লিড করেছি, তৃতীয় লিডও। অনেক ভুল ছবিও করেছি। যা আমাকে ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছিল। আমি মনে করি সেটা ছিল আমার নেট প্র্যাকটিস।”।
