জন্মদিনে কেন তাপস পালকে মনে পড়ল প্রসেনজিতের?
তবে সিনেপর্দার বাইরে তাঁদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। দুজনেই বাংলা ছবির সুপারস্টার। দুজনের ভক্ত সংখ্যা ঈর্ষা করার মতো। তবে একজনকে বাঙালি অকালেই হারিয়েছে। হ্য়াঁ, কথা হচ্ছে বাংলা সিনেমার দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাপস পালের।

বক্স অফিসে তাঁদের মধ্যে চলত টক্কর। তবে সিনেপর্দার বাইরে তাঁদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। দুজনেই বাংলা ছবির সুপারস্টার। দুজনের ভক্ত সংখ্যা ঈর্ষা করার মতো। তবে একজনকে বাঙালি অকালেই হারিয়েছে। হ্য়াঁ, কথা হচ্ছে বাংলা সিনেমার দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাপস পালের।
৩০ অক্টোবর জন্মদিন পালন করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। অষ্টমীর আবহেই একদিকে যেমন অঞ্জলি দিলেন, অন্যদিকে কেক কাটলেন। তবে আনন্দের মাঝেই যেন প্রসেনজিৎ ফিরে গেলেন পুরনো স্মৃতিতে। আর তাঁর এই স্মৃতি জুড়ে শুধুই তাপস পাল। সোশাল মিডিয়ায় তাপস পালকে নিয়ে লিখলেন মনের কথা।
কী লিখলেন প্রসেনজিৎ?
সোশাল মিডিয়ায় প্রসেনজিৎ লিখলেন, ”এই মুহূর্তে আমরা দুজন অনেক বছর একসাথে কেক কেটেছি …তোর ২৯ শে আমার ৩০ শে জন্মদিন…খুব মনে পড়ছে আজ তোর কথা…খুব ভালো থাকিস রে।” এই দুই সুপারস্টারের ১ দিনের ব্যবধানে জন্মদিন। তাপস পালের জন্মদিন ছিল ২৯ সেপ্টেম্বর আর ৩০ সেপ্টেম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। অভিনেতা-বন্ধুর সঙ্গে ফেলে আসা জন্মদিনের স্মৃতি ভাগ করে নিয়ে সোশাল মিডিয়ায় স্মৃতিমেদুর হয়েছেন পর্দার ‘ভবানী পাঠক’।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সোশাল মিডিয়া পোস্ট—
একসঙ্গে বহু ছবিতেই অভিনয় করতে দেখা গিয়েছে তাপল পাল ও প্রসেনজিৎকে। যার মধ্যে মস্তান, মঙ্গলদীপ, সংঘর্ষ বেশ জনপ্রিয় হয়েছিল। জন্মদিনে সেই স্বর্ণ সময়ের কথাই যেন বার বার ফিরে এল প্রসেনজিতের মনে।
