দিওয়ালিতে ২৫০ কোটির বাড়িতে গৃহপ্রবেশ রণবীর-আলিয়ার, ঘরে ঢোকার আগে কী বার্তা দিলেন রণলিয়া?
এই দিওয়ালিতেই মেয়ে রাহাকে নিয়ে গৃহপ্রবেশ করবেন রণবীর-আলিয়া। খবর অনুযায়ী, আত্মীয়-পরিজন এবং বাছাই করা বলিউড তারকাদেরই নাকি গৃহপ্রবেশের অনুষ্ঠানে ডাকবেন রণবীর ও আলিয়া। তবে তাঁর আগে পাপারাজ্জি ও সংবাদমাধ্যমকে বিশেষ বার্তা দিলেন তারকা দম্পতি।

যেমনটি কথা ছিল। তেমনিই এবার হতে চলেছে। প্রায় দুবছর ধরে তৈরি রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাড়ি এখন একেবারে তৈরি। আর এই দিওয়ালিতেই মেয়ে রাহাকে নিয়ে গৃহপ্রবেশ করবেন রণবীর-আলিয়া। খবর অনুযায়ী, আত্মীয়-পরিজন এবং বাছাই করা বলিউড তারকাদেরই নাকি গৃহপ্রবেশের অনুষ্ঠানে ডাকবেন রণবীর ও আলিয়া। তবে তাঁর আগে পাপারাজ্জি ও সংবাদমাধ্যমকে বিশেষ বার্তা দিলেন তারকা দম্পতি।
রণবীর ও আলিয়ার এই বিলাসবহুল বাংলো যে জমির উপর তৈরি হয়েছে, তা আগে ছিল রাজ কাপুর ও তাঁর স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের। পরে সেই জমি উত্তরাধিকার সূত্রে পান ঋষি কাপুর ও নিত কাপুর। ঋষির মৃত্যুর পর সেই জমি পান রণবীর। আর সেই জমির উপরই তৈরি হয়েছে ২৫০ কোটি টাকার বিলাসবহুল বাংলো।
এই ৬ তলার বাংলো তৈরি করতে লেগেছে ২৫০ কোটি টাকা। যার প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে ঝুলন্ত বাগানবারান্দা। একদম টপ ফ্লোরে রয়েছে সুইমিং পুল। ছাদ থেকে স্পষ্ট দেখা যায় আরব সাগর। প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে প্রায় ১০ টি করে বড় আকারের রুম। ইন্টেরিয়ারে রয়েছে সাবেকি ছাপ। জানা গিয়েছে, একটা ফ্লোরে রণবীর তৈরি করেছেন ছোট্ট সিনেমা হল। আর একটি ফ্লোর পুরোটাই রাহার জন্য।
সোশাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে রণবীর ও আলিয়া জানিয়েছেন, ”এই দিওয়ালিতে আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করছি। সকলকে অনেক ধন্যবাদ এ ভাবে আমাদের পাশে থাকার জন্য। আশা করছি, আগামিদিনেও আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখতে সক্ষম হব। সকলকে ভালবাসা ও শুভেচ্ছা।”
