AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়ির পুজোয় রানি-কাজল, দুই বোনের দেখা হতেই কী করলেন?

সেই পুজো যে সব লাইমলাইট কেড়ে নেবে, সেটাই তো স্বাভাবিক। এবারও তাঁর অন্যথা হবে না, তা বোঝা গেল পঞ্চমীতেই। পঞ্চমীর সন্ধ্যেতই প্রকাশ্যে এল এবারের মুখোপাধ্যায় বাড়ির দুর্গা প্রতিমার মুখ। আর এই উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বাড়ির দুই তারকা কন্যা রানি ও কাজল।

বাড়ির পুজোয় রানি-কাজল, দুই বোনের দেখা হতেই কী করলেন?
| Updated on: Sep 27, 2025 | 10:39 PM
Share

মুম্বইয়ে মুখার্জি বাড়ির দুর্গাপুজো দারুণ জনপ্রিয়। আর হবে নাই বা কেন, যে পরিবারের হাত ধরে বলিউড পেয়েছে দারুণ দুই অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ও কাজল। যে পরিবারের হাত ধরে বলিউডে পেয়েছে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালক। এছাড়াও, যে পরিবার বহু যুগ ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কাণ্ডারী। সেই পুজো যে সব লাইমলাইট কেড়ে নেবে, সেটাই তো স্বাভাবিক। এবারও তাঁর অন্যথা হবে না, তা বোঝা গেল পঞ্চমীতেই। পঞ্চমীর সন্ধ্যেতই প্রকাশ্যে এল এবারের মুখোপাধ্যায় বাড়ির দুর্গা প্রতিমার মুখ। আর এই উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বাড়ির দুই তারকা কন্যা রানি ও কাজল।

দেখুন রানি ও কাজলের ভিডিয়ো-

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

কাজলের পরনে রুপোলি শাড়ি সিঁদুর রঙের ব্লাউজ। হাতে লাল কাচের চুড়ি। একেবারে দুর্গাপুজোর ফেস্টিভ লুক। অন্যদিকে রানি বেছে নিয়েছিলেন সাদা রঙের ইক্কত। পঞ্চমীতে দুই বোন বুঝিয়ে দিলেন, তাঁদের পুজোর সাজ এবার হবে নজরকাড়া।

দেখুন রানি ও কাজলের ভিডিয়ো-

রানি ও কাজলের বাড়ির দুর্গাপুজোয় প্রতিবারই হাজির হয় বলিউডের হুজ হু রা। অমিতাভ, জয়া, ঐশ্বর্য, অভিষেক, দীপিকা, শাহরুখ, সলমন, ক্যাটরিনা, আলিয়া, রণবীরদের প্রতিবছরই থাকে ফুল অ্যাটেন্ডেন্স। আর পুজোর কটা দিন সেলেব সুলভ আদবকায়দা ভুলে রানি-কাজলরাও একেবারে ঘরের মেয়েদের মতো পুজোর কাজে মেতে ওঠেন। অঞ্জলি থেকে প্রসাদ বিতরণ, সবেতেই কোমর বেঁধে নেমে পড়েন দুই বোন। এবার দেখার পালা, সপ্তমী থেকে দশমী কেমন সাজবেন রানি ও কাজলরা।