AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আঙুলে ২২ লাখের আংটি, কবে বিয়ের পিঁড়িতে রশ্মিকা-বিজয়?

গত অক্টোবরেই হায়দরাবাদে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে। সামনেই রয়েছে বিয়ের অনুষ্ঠান। শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬-এ রাজস্থানের উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করছেন এই তারকা যুগল।

আঙুলে ২২ লাখের আংটি, কবে বিয়ের পিঁড়িতে রশ্মিকা-বিজয়?
| Edited By: | Updated on: Nov 07, 2025 | 2:11 PM
Share

দক্ষিণী নায়িকা রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবরাকোন্ডা ফের খবরের শিরোনামে। বেশ কিছু মাস ধরে তাঁদের সম্পর্কের জল্পনা ছিল তুঙ্গে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এই জুটি, কারণ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। সম্প্রতি রশ্মিকার আঙুলে ঝলমল করতে দেখা গিয়েছে এক দামি হিরের আংটি, যা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে। এক টকশো-এ নিজের হাতে থাকা আংটিটি দেখান রশ্মিকা। সেই অনুষ্ঠানেই হালকা হেসে তিনি বলেন, “এই আংটিগুলো আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ।” এরপর থেকেই নেটমাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করে —এই আংটি কি তবে বাগদানের?

একশ্রেণির অনুমান রশ্মিকার ওই আংটিতে রয়েছে প্রায় ১.৫ ক্যারাটের গোলাকার হীরে, যার আনুমানিক দাম প্রায় ২২.৮৮ লক্ষ টাকা। যদিও অভিনেত্রী কিংবা তাঁর ঘনিষ্ঠ মহল থেকে এই বিষয়ে কোনও তথ্য সামনে আনা হয়নি। তবে সবাই এখন ধরে নিয়েছেন, এই আংটিই রশ্মিকা ও বিজয়ের সম্পর্কের নতুন অধ্যায়ের প্রতীক।

সূত্রের খবর অনুযায়ী, গত অক্টোবরেই হায়দরাবাদে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে। সামনেই রয়েছে বিয়ের অনুষ্ঠান। শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬-এ রাজস্থানের উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করছেন এই তারকা যুগল। যদিও এই বিষয় তাঁরা মুখ খোলেননি। তবুও নেটপাড়ায় এখন চর্চায় এই তারিখ। অধিকাংশ সেলিব্রিটির ক্ষেত্রেই বিয়ের দিনক্ষণ গোপন করে রাখা হয়। যদিও প্রস্তুতির ছবি সোশ্যাল মিডিয়া মারফত লিক হওয়া নতুন নয়। তাই সত্যি এই তারিখে তাঁরা সাত পাকে বাঁধা পড়ছেন কি না, তা ফেব্রুয়ারির শেষেই বোঝা যাবে।