‘গওহর’ অর্পিতাকে দেখে মুগ্ধ ঋতুপর্ণা, নায়িকা বললেন…
My Name Is Jaan: গওহর জানের জীবনকে ভিত্তি করে নাটক ‘মাই নেম ইজ জান’ নিয়ে মঞ্চে ফিরছেন অর্পিতা চট্টোপাধ্যায়। ‘স্টুডিয়ো নাইন’-এর উদ্যোগে ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে এই বছরের প্রথম শো মঞ্চস্থ হল। উপস্থিত হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। গওহর রূপে অর্পিতাকে দেখে আপ্লুত ঋতুপর্ণা।
মাঝে ছিল তিন বছরের বিরতি। ২০২১ সালে প্রথম বার অর্পিতা চট্টোপাধ্যায়কে ‘গওহর’ হিসাবে মঞ্চে দেখেন দর্শক। শাস্ত্রীয় সংগীত জগতের অন্যতম কান্ডারী তিনি। গজল, ঠুমরি, দাদরায় ছিল তাঁর অনায়াস যাতায়াত। তবে বর্তমানে রিমেক, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের যুগে কার্যত তাঁকে ভুলতে বসেছিল আপামর ভারতীয়। তাঁকে আবারও মঞ্চে ফিরিয়ে এনেছেন অর্পিতা চট্টোপাধ্য়ায়। দেশ ছাড়িয়ে বিদেশেও সমাদৃত এই নাটক। ২০২১ সালে প্রথম কলকাতাতে মঞ্চস্থ হয়েছিল ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’। আবারও নতুন ভাবে দর্শকের সামনে গওহর জানকে উপস্থিত করেছেন অভিনেত্রী। গত ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়েছে এই নাটকের প্রথম শো। ‘গওহর জান’-এর প্রথম শো দেখতে উপস্থিত হয়েছিলেন অনুপম খের। এ কথা তো ইতিমধ্যেই সবাই জেনে ফেলেছেন। সেই সঙ্গে অর্পিতা অভিনীত এই নাটক দেখতে গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সে সময় মুম্বইতেই ছিলেন নায়িকা। তাঁর আরও একটি হিন্দি ছবির কথা চলছে। ব্যস্ততার মধ্যেও অর্পিতার শো মিস করলেন না অভিনেত্রী। গওহর জান রূপে অর্পিতাকে দেখে মুগ্ধ তিনি। স্টেজে উঠেই জড়িয়ে ধরলেন মঞ্চের গওহরকে।
ঋতুপর্ণা বললেন, “অসাধারণ উপস্থাপনা দেখলাম। আমার আসন্ন একটি হিন্দি ছবির ট্রায়াল ছিল। কিন্তু স্থির করে রেখেছিলাম যে ভাবেই হোক আসব। যদিও আমার আসতে একটু দেরি হয়েছে।গওহর জানের সঙ্গে আমার নিবিড় একটা সম্পর্ক রয়েছে। তাঁর জীবনী নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি। বিক্রম সম্পতের লেখা বইটিও আমি পড়েছি। তাই আরও বেশি উত্তেজিত ছিলাম অর্পিতার শো-টি দেখার জন্য। আমি মুগ্ধ এই নাটক দেখে। যেমন অসাধারণ অভিনয়, তেমন সুন্দর গান। একটা পরিপূর্ণ কাজ আমি আপ্লুত গোটা টিমের এই কাজ দেখে। আবহ সঙ্গীতও কিন্তু দারুণ ছিল। অর্পিতা, অবন্তী ও গোটা টিমকে আমার অভিনন্দন। অনেক দিন পর দেখা হল আমার পুরনো বন্ধু জুহি বব্বরের সঙ্গে। অনুপমজিও ছিলেন। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি।”
এই দফায় গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-
২৪ নভেম্বর ২০২৪- স্ট্যাড থিয়েটার, অস্ট্রিয়া
৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৭,১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি
২৪ জানুয়ারি ২০২৫- হায়দরাবাদ
৮ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা
২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৩ এপ্রিল ২০২৫-দ্য রোজ, ব্রাম্পটন, কানাডা