সইফকে ছুরির কোপ আততায়ীর! ভয়ঙ্কর সেই রাতের অজানা তথ্য সামনে আনলেন অভিনেতা
বিভীষিকার সেই রাত আজও ভুলতে পারেননি ছোটে নবাব। এখনও যেন সইফকে তাড়া করে বেরায় সেই রাতের ঘটনা। শুধুই একটাই প্রশ্ন ঘোরে, যদু সেদিন ঠিক সময়ই আততায়ীকে না দেখতেন সইফ, তাহলে কী ছোট্ট ছেলে জাহাঙ্গীর তথা জেহকে বাঁচাতে পারতেন!

বছরের শুরুতেই অঘটন ঘটে যায় পতৌদি ফ্যামিলিতে। জানুয়ারি মাসের ১৬ তারিখ মাঝরাতেই আততায়ীর হাতে আহত হন সইফ আলি খান। সইফের কাঁধে ছুরি বসিয়ে পালিয়ে যান অভিযুক্ত। রক্তাক্ত অবস্থাতেই অটোতে চেপে হাসপাতালে রওনা দেন সইফ। বিভীষিকার সেই রাত আজও ভুলতে পারেননি ছোটে নবাব। এখনও যেন সইফকে তাড়া করে বেরায় সেই রাতের ঘটনা। শুধুই একটাই প্রশ্ন ঘোরে, যদু সেদিন ঠিক সময়ই আততায়ীকে না দেখতেন সইফ, তাহলে কী ছোট্ট ছেলে জাহাঙ্গীর তথা জেহকে বাঁচাতে পারতেন! কেননা, আততায়ীর টার্গেটই ছিল সইফের সন্তানকে কিডন্য়াপ! অন্তত, পুলিশি তদন্তে প্রকাশ্যে এসেছিল এই তথ্যই। আর এবার সেই রাতের কিছু অজানা তথ্য সামনে আনলেন খোদ সইফ। টুইঙ্কল খান্না ও কাজলের টক শোয়ে এসে সইফ জানালেন, সেই রাতে ঠিক কী ঘটেছিল।
সম্প্রতি আমাজন প্রাইমে শুরু হয়েছে টুইঙ্কল খান্না ও কাজলের নতুন টক শো। ইতিমধ্য়েই এই শো জনপ্রিয় হয়েছে বিনোদুনিয়ায়। কয়েকদিন আগেই এই শোয়ে এসে কাজল ও টুইঙ্কলের নানা ধারালো প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছেন সলমন খান ও আমির খান। আর এবার পালা সইফের। তবে এবার শুধুই সইফ নন। সঙ্গে এসেছিলেন অক্ষয় কুমারও।
এই শোয়ে সইফকে কাজল ও টুইঙ্কল জিজ্ঞাসা করেন সেই ভয়ঙ্কর রাতের কথা। ঠিক কী দেখেছিলেন বলিউডের নবাব নায়ক? যে কথা এখনও পর্যন্ত কোনও সংবাদমাধ্যমে সইফ বলেননি, সেটাই এবার জানালেন, টুইঙ্কল ও কাজলের শোয়ে এসে।
তা কী বললেন সইফ আলি খান?
হঠাৎই আমার খুব ভেঙে যায়। জল খাওয়ার জন্য বিছানা থেকে উঠে দাঁড়াই। হঠাৎই একটা আওয়াজ পাই জেহের বেডরুমের দিকে। আমার বেডরুম থেকে বেরিয়ে, জেহের ঘরের দিকে যেতেই দেখি, জেহ যে বিছানায় শুয়ে ঘুমোচ্ছিল, সেখানে এক ব্যক্তি হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে। আমার মাথায় আর কিছুই আসেনি তখন। দৌঁড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ি লোকটার উপর। তারপরই সেই ব্যক্তি আমাকে আহত করে পালিয়ে যায়। তবে সেদিন যদি আমি না জেগে যেতাম, তাহলে যে কী ঘটত, তা এখনও ভাবলে কেঁপে উঠি। জেহের খুব বড় ক্ষতি হতে পারত।
