কুছ কুছ হোতা হ্যায়! রানিকে দেখেই হাতজোড় করে নমস্কার শাহরুখের, জাতীয় পুরস্কার নিতে গিয়ে যা ঘটালেন কিং খান
যা শাহরুখ আর রানি কিছুতেই টের পাবেন না! হ্যাঁ, রানির সঙ্গে দেখা মাত্রই ঘটে এল এমন কুছ কুছ হোতা হ্যায় মোমেন্ট। মঙ্গলবার জাতীয় পুরস্কারের মঞ্চে যখন বহত কুছ হচ্ছে, ঠিক তখনই কালো সুটে, চোখে রোদ চশমা পরে হাজির কিং শাহরুখ। অন্যদিকে, সোনালি পোশাকে রানি মুখোপাধ্যায়।

তিনি কিং অফ রোমান্স। তিনি বলিউডের কিং খান। আর কিং যদি কুইনের সামনে এসে দাঁড়ায়! তাহলে? অনুরাগীদের মনে কুছ কুছ হোতা হ্যায়… যা শাহরুখ আর রানি কিছুতেই টের পাবেন না! হ্যাঁ, রানির সঙ্গে দেখা মাত্রই ঘটে এল এমন কুছ কুছ হোতা হ্যায় মোমেন্ট। মঙ্গলবার জাতীয় পুরস্কারের মঞ্চে যখন বহত কুছ হচ্ছে, ঠিক তখনই কালো সুটে, চোখে রোদ চশমা পরে হাজির কিং শাহরুখ। অন্যদিকে, সোনালি পোশাকে রানি মুখোপাধ্যায়। রানিকে দেখামাত্রই এক গাল হাসি শাহরুখের। আর সঙ্গে হাতজোড় করে নমস্কার। শাহরুখের এমন অভিব্যক্তিতে মিষ্টি হাসলেন রানি। তাঁরা পাশাপাশি বসলেন। অনুষ্ঠানের মাঝে টুকটার কথাও বললেন। দুজনেরই তো প্রথমবার জাতীয় পুরস্কার জয়। তাই দুজনেই দুজনের অনুভূতি শেয়ার করতে ভুললেন না। শাহরুখ ও রানিকে দেখে, ফের যেন ‘চলতে চলতে’র নস্ট্যালজিয়া।
জাতীয় সম্মান নিয়ে আগেই রানি বলেছিলেন ‘আমি সত্য়িই দারুণ খুশি এবং গর্বিত বোধ করছি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে আমার অভিনয়কে এত বড় সম্মান দেওয়ায় আমি আপ্লুত। আমার ৩০ বছরের সিনে কেরিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার। আমি খুবই ভাগ্যবান যে আমার অভিনয় জীবনে বহু ভাল ভাল ছবিতে কাজ করেছি। দর্শকদের ভালবাসা পেয়েছি। ধন্যবাদ জানাই জাতীয় পুরস্কারের সঙ্গে যুক্ত বিচারকদের। ধন্যবাদ জানাই ছবির পরিচালক অসীমা ছিব্বর এবং প্রযোজক নিখিল আডবাণী, মণীশা এবং মধুকে। এই সম্মান আমার ৩০ বছরের অভিনয় জীবনকে আরও সমৃদ্ধ করল।’

রানি আরও বলেছিলেন, ‘আমার এই পুরস্কার উৎসর্গ করতে চাই বিশ্বের সব কোণে ছড়িয়ে থাকা সেই মায়েদের যাঁরা নিজের সন্তানের জন্য লড়ে যাচ্ছেন, আত্মত্যাগ করছেন। ধন্যবাদ জানাই সমস্ত দর্শক, অনুরাগীদের যাঁদের জন্য এই ৩০ বছর ধরে সিনেপর্দায় চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে পেরেছি। তাঁরা না থাকলে, এই সম্মান আমার এই অভিনয় যাত্রা কখনই সফল হত না।’
