AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রঙের মিস্ত্রি থেকে ‘লোকাল কিং খান ‘! জানেন কত টাকা ইনকাম ‘নকল’ শাহরুখের?

শাহরুখের সঙ্গে মুখশ্রী, চেহারায় মিল থাকায়, ইব্রাহিম চটজলদি সোশাল মিডিয়ায় ভাইরাল। প্রথমে বন্ধুদের থেকে শুনতেন, পরে নিজে যখন বুঝতে পারলেন, তিনি শাহরুখের ফটোকপি, সেদিন থেকেই কপাল ঘুরল। নিজেকে শাহরুখের মতো করে সাজাতে নানা কর্মকাণ্ডও শুরু করলেন ইব্রাহিম।

রঙের মিস্ত্রি থেকে 'লোকাল কিং খান '! জানেন কত টাকা ইনকাম 'নকল' শাহরুখের?
| Updated on: Sep 06, 2025 | 3:24 PM
Share

ইব্রাহিম কদরি। নাম তো শুনাহি হোগা! সোশাল মিডিয়ার কল্যাণে ইব্রাহিম কাদরিকে সবাই লোকাল শাহরুখ বা শাহরুখ খান লাইট নামেই চেনেন। আসলে,শাহরুখের সঙ্গে মুখশ্রী, চেহারায় মিল থাকায়, ইব্রাহিম চটজলদি সোশাল মিডিয়ায় ভাইরাল। প্রথমে বন্ধুদের থেকে শুনতেন, পরে নিজে যখন বুঝতে পারলেন, তিনি শাহরুখের ফটোকপি, সেদিন থেকেই কপাল ঘুরল। নিজেকে শাহরুখের মতো করে সাজাতে নানা কর্মকাণ্ডও শুরু করলেন ইব্রাহিম। শাহরুখের কায়দায় স্টাইল করে চুল কাটলেন, জিম করে বানালেন সিক্স প্যাক। ব্যস, তারপর শাহরুখের কায়দায় একের পর এক ভিডিয়ো আপলোড।

ইব্রাহিমের জীবনে রং থাকলেও, জীবনটা এতটা রঙিন ছিল না। এক সাক্ষাৎকারে ইব্রাহিম নিজেই জানিয়ে ছিলেন, গুজরাটের রাস্তায় ঘুরে ঘুরে বিলবোর্ড রং করতেন, অর্থের প্রয়োজনে মাথায় বস্তা তুলে কুলিও হয়েছেন। কিন্তু তারপরই দিন বদল। আর তার নেপথ্যে শাহরুখ খান।

জানা যায়, এই বন্ধুর কথাতেই ইব্রাহিম প্রথমে উপলদ্ধি করেন, তাঁর এই শাহরুখের লুক আ লাইক হওয়ার কথা। তারপর নিজেকে ঘঁষে মেজে নিয়ে হয়ে ওঠেন লোকাল শাহরুখ। প্রথমে পাড়ার নানান অনুষ্ঠানে পারফর্ম করতেন ইব্রাহিম। তারপর ধীরে ধীরে সোশাল মিডিয়ার স্টার হয়ে ওঠেন। সাক্ষাৎকারে ইব্রাহিম জানিয়েছেন, এই মুহূর্তে কোনও উদ্বোধন, বিয়ে বাড়ি বা কোনও ঘরোয়া অনুষ্ঠানের জন্য পাঁচ লাখ টাকা পারিশ্রমিক হিসেবে নেন ইব্রাহিম। এটাই তাঁর চার্জ। ছোটোখাটো সিনেমার অফারও পেয়েছেন। তবে তিনি সরাসরি অভিনয়ে আসতে চান না। বরং লোকাল শাহরুখ হয়েই দিব্যি রয়েছেন ইব্রাহিম।