AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের একফ্রেমে শাহরুখ-রানি, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ফিরছে?

সামনেই মুক্তি শাহরুখপুত্র আরিয়ান খানের নেটফ্লিক্স সিরিজের। আর সেই সিরিজের প্রচারেই এবার রানি মুখোপাধ্যায়কে নিয়ে মাঠে নেমে পড়লেন শাহরুখ খান।

ফের একফ্রেমে শাহরুখ-রানি, 'কুছ কুছ হোতা হ্যায়' ফিরছে?
| Updated on: Sep 01, 2025 | 5:11 PM
Share

‘চলতে চলতে’ নাকি ‘কুছ কুছ হোতা হ্যায়’! নাহ, ধরে ফেলা বড্ড মুশকিল। কেননা, শাহরুখ ও রানি মুখোপাধ্যায়ের ম্যাজিক এমনই, যে ক্যামেরার সামনে আসলে নতুন করে প্রেম হয়ে যায়! ভাবছেন এ আবার কেমন কাণ্ড! হঠাৎ শাহরুখ-রানি কেন?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সামনেই মুক্তি শাহরুখপুত্র আরিয়ান খানের নেটফ্লিক্স সিরিজের। আর সেই সিরিজের প্রচারেই এবার রানি মুখোপাধ্যায়কে নিয়ে মাঠে নেমে পড়লেন শাহরুখ খান। এই সিরিজের একটি গানের সঙ্গে তাল মিলিয়ে নাচলেনও এই জুটি। সোশাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ-রানির নতুন ম্যাজিক।

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

শাহরুখ ও রানির এই ভিডিয়ো দেখে অনেকেই বলে উঠলেন, ফিরল কুছ কুছ হোতা হ্যায় ম্যাজিক। অনেকে তো আবার বলে উঠলেন, কুছ কুছ হোতা হ্যায় ছবির সিকোয়েল হলে, একেবারে জমে উঠবে।

প্রসঙ্গত, কালো সুটে ছেলের নতুন ছবি দ্য বা**র্ডস অফ বলিউড-এর প্রচারে হাজির হয়েছিলেন শাহরুখ। ছেলের পাশে দাঁড়াতেই অনুরাগীরা হঠাৎই লক্ষ্য করলেন, আগের থেকে শাহরুখ মুখের মেদ একেবারে গায়েব। তাঁর চোয়াল একেবারেই সুস্পষ্ট। এমনকী, নাকটি আগের তুলনায় অনেকটাই টিকালো! শাহরুখকে দেখে বোঝা দায় তাঁর বয়স ৫৯! তারপর থেকেই গুঞ্জন শুরু, শাহরুখ নাকি ফেসলিফট করিয়েছেন। এমনকী, রটেছে কয়েকদিন আগে যে চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন তা নাকি আসলে প্লাসটিক সার্জারির জন্য। নাহলে জওয়ান ছবির সময় শাহরুখের বলিরেখা মুখ, মেদ ভরা মুখ, রাতারাতি চিকন হয়ে গেল!