আমি ‘হিউম্যান’-এর মতো সাবজেক্টের মুখোমুখি হইনি: শেফালি শাহ

আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ডক্টর জি’-তে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞর ভূমিকায় দেখা যাবে তাঁকে। শুরু করে দিয়েছেন চরিত্র নিয়ে প্রিপারেশনও।

আমি ‘হিউম্যান’-এর মতো সাবজেক্টের মুখোমুখি হইনি: শেফালি শাহ
শেফালি।
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 2:36 PM

ভূয়সী প্রশংসায় ভরে যাচ্ছে শেফালি শাহর জীবন। নেটফ্লিক্সে ‘অজীব দাস্তান্স’ নিয়ে কোনও আলোচনা উঠলেই বারবার তাঁর হৃদয়বিদারক অভিনয় একেবারে কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট কিংবা ফিল্মের রিভিউতে তাঁর নাম উজ্জ্বল হয়ে উঠেছে। তবে এ সবে একেবারে ভেসে যাননি শেফালি। আবার নিজেকে গুছিয় নিয়েছেন তাঁর পরবর্তী অভিনীত চরিত্রের সঙ্গে। আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ডক্টর জি’-তে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞর ভূমিকায় দেখা যাবে তাঁকে। শুরু করে দিয়েছেন চরিত্র নিয়ে প্রিপারেশনও। শুধু ‘ডক্টর জি’ নন একটি মেডিক্যাল থ্রিলারে গত মার্চ মাসে একজন ডাক্তারের ভূমিকাতেও অভিনয় করেছেন শেফালি।

 

আরও পড়ুনস এ তো সইফের নকল! বোন সাবা আলি খানের পোস্টে ভরে গেল নেটিজেনদের কমেন্টে

 

তবে দুটো চরিত্রই একেবারে ভিন্ন। শেফালি বলেন, “আমি ‘হিউম্যান’-এ নিউরোসার্জনের চরিত্রে অভিনয় করছি। সুতরাং, যখন আমি অস্ত্রোপচারের দৃশ্যের চিত্রায়ন করছিলাম আমাকে প্রস্থেটিক্স সামলাতে হয়েছিল, সেখানে আমাকে গাইড করার জন্য সেটে একজন সার্জন ছিলেন। একইভাবে, ‘ডক্টর জি’-তে আমার ভার্চুয়াল ট্রেনিং হয়েছিল। কীভাবে মেডিক্যাল যন্ত্রপাতি ব্যবহার করতে হবে তা শেখানোর জন্য একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞকে আনা হয়েছিল।”

 

 

শেফালি আরও বলেন, “এর আগে আমি ‘হিউম্যান’-এর মতো সাবজেক্টের মুখোমুখি হইনি। সুতরাং প্রযুক্তিগত বিষয়গুলি আমার বুঝতে হত। স্ক্রিপ্টে যদি [চিকিৎসা] টার্ম থাকে সেগুলো অর্থ অভিধান থেকে জেনেছি। চরিত্রটা ফুটিয়ে তুলতে চিকিৎসা বিষয়ক পরিস্থিতিগুলোর ব্যাপারে আমাকে পড়চে হয়েছে।”