স্ত্রীকে ছেড়ে নতুন সম্পর্কে সইফ, বিশ্বাস করে বোন সোহাকে খবর দিতেই যা ঘটল
সম্প্রতি এক পডকাস্টে এসে সোহা আলি খান জানালেন, ছোটবেলা থেকেই সইফকে আমি ভয় পেতাম। বুঝে উঠতে পারতাম না, ওর সঙ্গে ঠিক কী কথা বলব। তবে একটা বয়সের পর, এই দূরত্ব ঘুচে যায়। যে সইফকে আমি ভয় পেতাম, সেই সইফই যখন ফোন করে আমাকে গার্লফ্রেন্ডের কথা বলেছিল, আমি চমকে উঠেছিলাম।

সইফ আলি খানের থেকে প্রায় ৯ বছরের ছোট সোহা আলি খান। যখন তাঁরা বড় হচ্ছেন, তখন শুধু বয়সের তফাৎ নয়। দুজনেই থাকতেন দুই দেশে। তাই সইফ-সোহার বেড়ে ওঠাটা একেবারেই আলাদা আলাদা। তবে পড়াশুনো শেষে, যখনই ভাই-বোন দুজনেই পা দিলেন পতৌদি প্য়ালেসে তখন দূরত্ব ঘুচল ধীরে ধীরে। আর ঠিক তখনই নতুন প্রেমিকা পেয়ে বোনা সোহাকে ফোন সইফের! তারপরের ঘটনাই চমকে দেওয়ার মতো।
ততদিনে অমৃতা সিংয়ের সঙ্গে সম্পর্কে ইতি পড়েছে। আর গুঞ্জনে রয়েছে, সইফ ও করিনার প্রেম। ঠিক তখনই সোহাকে ফোন করেছিলেন সইফ আলি খান।
সম্প্রতি এক পডকাস্টে এসে সোহা আলি খান জানালেন, ছোটবেলা থেকেই সইফকে আমি ভয় পেতাম। বুঝে উঠতে পারতাম না, ওর সঙ্গে ঠিক কী কথা বলব। তবে একটা বয়সের পর, এই দূরত্ব ঘুচে যায়। যে সইফকে আমি ভয় পেতাম, সেই সইফই যখন ফোন করে আমাকে গার্লফ্রেন্ডের কথা বলেছিল, আমি চমকে উঠেছিলাম।
এই সাক্ষাৎকারে সোহা জানালেন, আমি তখন একটা সিনেমার শুটিংয়ে ব্যস্ত। হঠাৎ দেখি, সইফ ফোন করছে। ফোন ধরতেই, সইফ আমাকে বলল, আমার নতুন গার্লফ্রেন্ড তোমার থেকে দুবছরের ছোট! তোমার কোনও অসুবিধা নেই তো? আমি বোঝা বা বলার আগেই সইফ ফোন কেটে দেয়। তখনও জানতাম না, সইফ আসলে করিনার কথা বলছে। তারপর যখন করিনার সঙ্গে দেখা হয়, তখন সইফকে বলেছিলাম, তুমি করিনার সঙ্গে প্রেম করছ! আর সেটা আমি এত দেরিতে জানলাম! আমার মুখে সেকথা শুনে করিনা তো হেসে গড়িয়ে পড়েছিল। করিনার সঙ্গে আমার সম্পর্ক একেবারেই বন্ধুর মতো।
