প্রেগন্যান্ট হয়ে রেকর্ড গড়লেন সোনাক্ষী, খুল্লমখুল্লা জানিয়ে দিলেন তিনি কত মাসের অন্তঃসত্ত্বা!
সম্প্রতি এক ফ্যাশন ইভেন্টে স্বামী জাহিরকে নিয়ে হাজির হয়েছিলেন সোনাক্ষী সিনহা। আর ঝলমলে আনারকলিতে দেখা গিয়েছিল বলিউডের দাবাং অভিনেত্রীকে। আর সেখানেই ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে এমন এক কাণ্ড ঘটল যে, বলিউডে হইচই পড়ে গেল।

শিরোনাম দেখে নিশ্চয়ই চমকে গিয়েছেন! ভাবছেন এ আবার কেমন কাণ্ড, প্রেগন্য়ান্ট হয়ে কীভাবে রেকর্ড গড়লেন সোনাক্ষী সিনহা! ব্যাপারটা গোলমেলে হওয়ার আগে সোজা বিষয়ে আসা যাক।
ব্য়াপারটা আর কিছু নয়, ওই গুঞ্জনের ফাঁপর। সম্প্রতি এক ফ্যাশন ইভেন্টে স্বামী জাহিরকে নিয়ে হাজির হয়েছিলেন সোনাক্ষী সিনহা। আর ঝলমলে আনারকলিতে দেখা গিয়েছিল বলিউডের দাবাং অভিনেত্রীকে। আর সেখানেই ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে এমন এক কাণ্ড ঘটল যে, বলিউডে হইচই পড়ে গেল।
ক্য়ামেরার সামনে পোজ দিতে গিয়ে সোনাক্ষী তাঁর পেটের জায়গায় হাত দিয়ে ছবি তুললেন। ঠিক যেন বেবি বাম্প ঢাকতে চেয়েছিলেন তিনি। ব্যস, সঙ্গে সঙ্গে রটে গেল সোনাক্ষী নাকি প্রেগন্য়ান্ট! এই খবর রটতেই মাঠে নেমে পড়লেন সোনাক্ষী। সোশাল মিডিয়ায় গোটা কাণ্ড নিয়ে মস্করা করে যা লিখলেন, তা নিয়ে এখন সোশাল মিডিয়ায় ঝড়।
ইনস্টাগ্রামে সোনাক্ষী নিজের কয়েকটা ছবি পোস্ট করে লিখলেন,”মানব সভ্যতার ইতিহাসে দীর্ঘদিন ধরে অন্তঃসত্ত্বা থাকার রেকর্ড করলাম। ১৬ মাস চলছে… ”
View this post on Instagram
এখানেই শেষ করেননি সোনাক্ষী। এই পোস্টে আরও লিখলেন, ক্য়ামেরার সামনে সাধারণ একটু পোজ দিয়েছিলাম। এর বেশি কিছু নয়। তাতেই এসব গুঞ্জন। সবাইকে দিওয়ালির শুভেচ্ছা…
২০২৪ সালের জুন মাসে জাহির ইকবালের সঙ্গে বিয়ে হয় সোনাক্ষীর। বিয়ের কয়েক মাস কাটতেই শোনা যায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা। কিন্তু তখন সেই খবরকে ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছিলেন সোনাক্ষী। স্পষ্ট বলেছিলেন, অন্তঃসত্ত্বা নয়, বরং মোটা হয়েছেন তিনি। তারপর থেকেই নানা সময়ই সোনাক্ষীর মা হওয়ার খবর রটেছিল।
