ফের মা হতে চলেছেন সোনম কাপুর! ছেলের পর কি এবার মেয়ের আশা অনিল কাপুর কন্যার?
ঘনিষ্ঠমহলের খবর, অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়িতেই রয়েছেন। আর এই কারণেই সোশাল মিডিয়া বা ফিল্মি পার্টিতে খুব একটা দেখা যাচ্ছে না সোনমকে। কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, সোনমের পরনে ঢিলেঢালা পোশাক।

উৎসবের আবহে অনিল কাপুরের পরিবারে এবার সুখবর। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সোনম কাপুর নাকি ফের মা হতে চলেছেন। শোনা যাচ্ছে, আগামী বছরের প্রথম দিকেই নাকি সোনমের কোলে আসবে দ্বিতীয় সন্তান। তবে এখনও পর্যন্ত এই নিয়ে কোনওরকম মুখ খোলেননি সোনম বা তাঁর পরিবারের কেউ। তবে বলিউড গুঞ্জন বলছে, সোনম নাকি এই মুহর্তে ৬ মাসের অন্তঃসত্ত্বা।
তিন বছর আগে পুত্র সন্তানের মা হন সোনম। নাম দেন বায়ু। সোনম পুত্র এখন ধীরে ধীরে বড় হচ্ছে। সোশাল মিডিয়ায় সেই ছবি মাঝে মধ্যেই শেয়ার করেন সোনম ও তাঁর স্বামী আনন্দ আহুজা।
সোনমের ঘনিষ্ঠদের থেকে পাওয়া খবর অনুযায়ী, সোনম নাকি চান ছেলের পর তাঁর কোলে আসুক একটি কন্যা সন্তান। এমনকী, জানা গিয়েছে, মনে মনে নাকি মেয়ের নামও ঠিক করে ফেলেছেন সোনম। ঘনিষ্ঠমহলের খবর, অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়িতেই রয়েছেন। আর এই কারণেই সোশাল মিডিয়া বা ফিল্মি পার্টিতে খুব একটা দেখা যাচ্ছে না সোনমকে। কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, সোনমের পরনে ঢিলেঢালা পোশাক। স্বামী আনন্দ আহুজার হাত ধরে মুম্বইয়ের এক ক্লিনিক থেকে বের হচ্ছেন সোনম। আর সেই ভিডিও দেখেই অনুরাগীদের মধ্যে গুঞ্জন শুরু।
বলিউড থেকে বহুদিন ধরেই অনেক দূরে রয়েছেন সোনম কাপুর। এখনও পর্যন্ত শেষ কাজ ২০২৩ সালের ক্রাইম-থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’। ‘জ়োয়া ফ্যাক্টর’-এর ছ’বছর পরে এই ছবি দিয়ে হিন্দি ছবির দুনিয়ায় ফিরেছিলেন তিনি।
২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ে করেন সোনম কাপুর। ২০২২ সালে সোনম ও আনন্দের জীবনে আসে ছেলে বায়ু। তারপরেই সিনেমার পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে নেন সোনম। তবে ফ্য়াশন ইভেন্টের সঙ্গে সব সময়ই যুক্ত থাকেন। এই ভাইরাল ভিডিয়ো নিয়ে অবশ্য মুখ খোলেননি সোনম বা আনন্দ কেউই।
