AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘রঘু ডাকাত’ ছবিতে দেবের মুখ ভর্তি দাড়ি, নায়কের লুক নিয়ে কী বললেন শ্রাবন্তী?

বহুদিন পর পুজোর ছবিতে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ছবির নাম 'দেবী চৌধুরানী '। পরিচালক শুভ্রজিৎ মিত্র এই ছবিকে বড় স্কেলেই শ্যুট করেছেন। এই ছবির আরও এক আকর্ষণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

'রঘু ডাকাত' ছবিতে দেবের মুখ ভর্তি দাড়ি, নায়কের লুক নিয়ে কী বললেন শ্রাবন্তী?
| Edited By: | Updated on: Jul 15, 2025 | 5:03 PM
Share

এই বছরের পুজো বক্স অফিসে জমজমাট হতে চলেছে। বিভিন্ন বিগ বাজেট ছবি আসছে দর্শকদের জন্য নানা স্বাদের গল্প নিয়ে। প্রধান যে ছবিগুলো সমানে টক্কর নেবে বক্স অফিসে, তার মধ্যে উল্লেখযোগ্য হল দেব অভিনীত ‘রঘু ডাকাত’। ‘খাদান’-এর সাফল্যের পর এবার এই বিগ বাজেটের বাজেটের ছবি দর্শকদের জন্য নিয়ে আসছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ সাফল্যের পর আসছে ‘রক্তবীজ ২’। শোনা যাচ্ছে মারকাটারি এই ছবির বিশেষ গানের শ্যুট হচ্ছে বিদেশে। এছাড়াও বহুদিন পর পুজোর ছবিতে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ছবির নাম ‘দেবী চৌধুরানী ‘। পরিচালক শুভ্রজিৎ মিত্র এই ছবিকে বড় স্কেলেই শ্যুট করেছেন। এই ছবির আরও এক আকর্ষণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এই ছবির নায়িকা শ্রাবন্তী থাকছেন দেবী চৌধুরানির নাম ভূমিকায়। অবশ্যই এই ছবির জন্য নিজেকে ধীরে ধীরে তৈরি করেন অভিনেত্রী। TV9বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে শ্রাবন্তী জানালেন, এই ছবি তাঁর কেরিয়ারের মাইলস্টোন হতে চলেছে। তবে পুজোয় এত ছবির সম্মুখ সমরে তিনি কী মনে করছেন? এক ছবিতে যেমন তাঁর পুরানো হিরো রয়েছে দেব, আর অন্য ছবিতে রয়েছে শ্রাবন্তীর আমার বস ছবির নায়ক শিবপ্রসাদ। তবে এই সম্মুখ সমর নিয়ে চমৎকার উত্তর দিলেন শ্রাবন্তী। তিনি বললেন, “দুর্গা পুজোয় দর্শক সবকটা ছবি দেখবেন। কোনওটাই বাদ যাবে না বলে আমার বিশ্বাস। আমার জন্য যেমন আমার ছবিটা স্পেশাল। ঠিক ততটাই ‘রক্তবীজ ২’ বিশেষ ছবি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নন্দিতা রায়ের জন্য। এরা সকলেই আমার আপন। আমরা একটা পরিবারের মতো। আর ‘রঘু ডাকাত’ ছবির জন্য কী মারাত্মক পরিশ্রম করেছে দেব, মুখ ভর্তি দাড়ি নিয়ে এই গরমে কাজ করেছে। ওর লুক দেখার মতো। বহু বছর পর দেবকে দারুণ দেখাচ্ছে এই লুকে। “