টলিপাড়ায় গৃহযুদ্ধ, ‘এতে ক্ষতি কার?’ প্রশ্ন তুললেন সুদেষ্ণা রায়
Sudeshna Roy: মঙ্গলবার সকাল থেকেই পরিস্থিতি টালমাটাল। দফায় দফায় বিষয়টা টলিপাড়ার অন্দরমহলে আলোচিত হচ্ছে। এবার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন পরিচালক সুদেষ্ণা রায়।

পরিচালক শ্রীজিৎ রায়ের পাশে এবার পরিচালক গিল্ড। মঙ্গলবার সকাল থেকেই পরিস্থিতি টালমাটাল। দফায় দফায় বিষয়টা টলিপাড়ার অন্দরমহলে আলোচিত হচ্ছে। এবার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন পরিচালক সুদেষ্ণা রায়। এদিন সাংবাদিকদের তিনি বললেন, “কর্ম বিরতি করেছে। সৃজিতের সেটে কেউ আসেনি। কাজ বন্ধ হয়ে গিয়েছে, আমরা প্রশ্ন করছি কী আমাদের অন্যায়? কলাকুশলিদের কাছেও প্রশ্ন রাখছি। শিল্পীদের কাছেও বলছি, এটা সত্যি কি একটা সুস্থ পরিবেশ? যেখানে এক এক জন করে কাজ তাঁদের বন্ধ করে দেওয়া হবে? কাজ বন্ধ হলে কাদের ক্ষতি হচ্ছে? প্রযোজকের ক্ষতি হচ্ছে, পরিচালকের ক্ষতি হচ্ছে, প্রতিটা কলাকুশলির ক্ষতি হচ্ছে। আমাদের আবেদন, কে, কারা এটা করছেন? কারণ ক্ষতিগ্রস্থ কেবল তাঁরা নন, অভিনেতা-অভিনেত্রীরাও হচ্ছেন। তাঁদের আমি প্রশ্ন করছি, আপনারাও তো বুঝতে পারছেন, আপনারাও এগিয়ে আসুন।”
এখানেই শেষ নয়, অতীত উস্কে তিনি আরও বলেন, “ওই তিনজন যাঁরা আগেরবার গিয়েছিলেন, আমরা চার মাস তাঁদের জন্যে অপেক্ষা করছি। আমরা অপেক্ষা করেছিলাম, ওরা একটা সুরাহা করবেন। সেই কমিটি গঠন হয়নি। আমি কিন্তু ওদের কোনও দোষ দিচ্ছি না। আমরা ওর কাছে আবেদন করছি। কারও কাছে তো আবেদন করতে হবে এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য। তবে এর সুরাহা কে করবেন, সেটা আমাদের জানতে হবে। আমরা কাল অবধি অপেক্ষা করব। জয়দীপ মুখোপাধ্যায়ের কাজ শুরু হয় কি না, সৃজিত রায়ের কাজ শুরু হয় কি না…। আমরা কিন্তু মিলে মিশে কলাকুশলিদের সঙ্গে কাজ করেছি।”
