‘সুখের জীবন… সোনায় মোড়া… সে জন্যই তো অগ্নিদেব বাবুকে বিয়ে’, ট্রোলের মোক্ষম জবাব দিলেন সুদীপা

স্বামী অগ্নিদেবের সঙ্গে ভালবাসার বিয়ে সুদীপার। জীবনে প্রতিটি মুহূর্তে স্বামীর অবদানের কথা স্বীকার করেন তিনি। কিন্তু অকারণে এই ব্যক্তিগত কদর্য আক্রমণে রেগে গেলেন অভিনেত্রী।

‘সুখের জীবন... সোনায় মোড়া... সে জন্যই তো অগ্নিদেব বাবুকে বিয়ে’, ট্রোলের মোক্ষম জবাব দিলেন সুদীপা
ছেলের সঙ্গে সুদীপা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Apr 04, 2021 | 9:21 AM

সোশ্যাল মিডিয়ায় ট্রোলের সম্মুখীন সুদীপা চট্টোপাধ্যায়। স্বামী অগ্নিদেবকে টেনে এনে কদর্য ভাষায় আক্রমণ করা হল তাঁকে। পাল্টা জবাব দিলেন সুদীপা। একহাত নিলেন ট্রোলারকে। সোশ্যাল মিডিয়ায় সোনার গয়নায় নিজেকে মুড়ে ছবি পোস্ট করেছিলেন সুদীপা। কপালের লাল টিপ আর মিষ্টি হাসি জানান দিচ্ছিল, ভাল আছেন তিনি। কিন্তু তাল কাটল মাঝপথেই। সুদীপ্তার ছবির ওই কমেন্ট বক্সে সুদীপাকে আক্রমণ করে একজন লেখেন, “এত সুখের জীবন, সোনায় মোড়া। সত্যি তো এমনি ভাবে যাবে বলেই তো অগ্নিদেবকে বিয়ে। হ্যাটস অফ।”

নেটিজেনদের একজন যখন অযাচিত ভাবে সুদীপাকে এ ভাবে আক্রমণের নিন্দা করেছেন পাল্টা জবাব দিয়েছেন সুদীপাও। তিনি লেখেন, “মানে? আমার কি নিজের যোগ্যতা নেই, একখানা সোনার হার কেনার? ভীষণ খারাপ লাগে, যখন মেয়েরাই মেয়েদের টেনে নামিয়ে এনে ছোট করে, ছি!” সুদীপার পাশে দাঁড়িয়েছেন তাঁর ভক্তরা। ওই মহিলার উদ্দেশ্যে তাঁদের বক্তব্য, “একবিংশ শতকেও একটি মেয়ে সোনার হার পরলেই কেন ভেবে নেওয়া হয় হারটি তাঁর স্বামী কিনে দিয়েছেন?” একজন লেখেন, “সুদীপা নিজেও রোজগেরে। তিনি অভিনেত্রী। ব্যবসাও রয়েছে। হতে পারে তিনি নিজেই নিজেকে উপহার দিয়েছেন হারটি।”

স্বামী অগ্নিদেবের সঙ্গে ভালবাসার বিয়ে সুদীপার। জীবনে প্রতিটি মুহূর্তে স্বামীর অবদানের কথা স্বীকার করেন তিনি। কিন্তু অকারণে এই ব্যক্তিগত কদর্য আক্রমণে রেগে গেলেন অভিনেত্রী।