প্রয়াত বাবার জন্মদিনে কেক কাটলেন করিশ্মার ছেলে-মেয়ে, সঞ্জয় কাপুরকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
সেই মামলা নিয়েই নানা জলঘোলা এখন বলিউডের হট টপিক। ঠিক এরই মাঝে বৃহস্পতিবার অর্থাৎ ১৬ অক্টোবর প্রয়াত সঞ্জয় কাপুরের জন্মদিন। প্রাক্তন স্বামীর জন্মদিনে স্বাভাবিকভাবেই আবেগতাড়িত করিশ্মা কাপুর। সোশাল মিডিয়ায় কেকের ছবি শেয়ার করে নিজের ছেলেমেয়েদের বিশেষ বার্তা দিলেন করিশ্মা।

করিশ্মা কাপুর ও সঞ্জয় কাপুরের একছেলে এক মেয়ে। সামাইরা ও কিয়ান। সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই তাঁরা মাঝে মধ্য়েই খবরের শিরোনামে চলে আসছেন। বিশেষ করে সঞ্জয়ের সম্পত্তির ভাগ পাওয়ার জন্য আদালতে সামাইরা ও কিয়ানের মামলার পর থেকেই করিশ্মার ছেলেমেয়েদের দিকে নজর সংবাদমাধ্যমের। আর সেই মামলা নিয়েই নানা জলঘোলা এখন বলিউডের হট টপিক। ঠিক এরই মাঝে বৃহস্পতিবার অর্থাৎ ১৬ অক্টোবর প্রয়াত সঞ্জয় কাপুরের জন্মদিন। প্রাক্তন স্বামীর জন্মদিনে স্বাভাবিকভাবেই আবেগতাড়িত করিশ্মা কাপুর। সোশাল মিডিয়ায় কেকের ছবি শেয়ার করে নিজের ছেলেমেয়েদের বিশেষ বার্তা দিলেন করিশ্মা।

কী লিখলেন করিশ্মা কাপুর?
করিশ্মা কাপুর তাঁর ইনস্টাগ্রামে একটি বার্থডে কেকের ছবি শেয়ার করেছেন। যেখানে লেখা হ্যাপি বার্থডে ড্যাড। আর এই ছবি শেয়ার করেই করিশ্মা ছেলে মেয়ের উদ্দেশে লিখলেন, আমার সোমু ও কিউ, তোমাদের বাবা সব সময় তোমাদের আগলে রেখেছে, সারাজীবনের জন্য।
২০০৩ সালে করিশ্মাকে বিয়ে করেন ব্যবসায়ী সঞ্জয় কাপুর। মাত্র ১১ বছর চলেছিল তাঁদের দাম্পত্য। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন দুজন। ২০১৬ সালে আইনি পথে আলাদা হয়ে যান। জানা যায়, ২০১৬ সালেই দুই সন্তানের জন্য ১৪ কোটি টাকার একটি বন্ড কিনেছিলেন সঞ্জয় কাপুর। যেখান থেকে সুদ বাবদ ১০ লাখ টাকা করে পান করিশ্মা। শুধু তাই নয়, সঞ্জয় কাপুরের বাবার বাড়িটি খোরপোশ বাবদ করিশ্মা কাপুরকে লিখে দেওয়া হয়েছিল। তবে এবার সঞ্জয় সম্পত্তির আরও ভাগ চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন করিশ্মা ও তাঁর ছেলেমেয়ে।
