‘ভাল প্রেমিকা হওয়ার চেষ্টায়…’, বিজয়ের সঙ্গে ব্রেকআপ হতেই কেন এমন উপলদ্ধি তামান্নার?
তামান্না স্পষ্টই জানিয়েছেন, তিনি নাকি বিয়ের জন্য একেবারে তৈরি ছিলেন। কিন্তু বেঁকে বসেন বিজয়। বিজয় নাকি জানিয়েছেন, তিনি এখন বিয়ের জন্য তৈরি নন। আর সেই কারণেই বিয়ে ভাঙেন তামান্না। প্রেম করার সময় নাকি, মনের ভিতরের আসল ইচ্ছাটা কখনই ফাঁস করেননি বিজয়।

কয়েক মাস আগেই খবরে আসে তামান্না ভাটিয়ার সঙ্গে ব্রেক আপ হয়েছে বিজয় ভার্মার। শোনা গিয়েছিল তামান্না ও বিজয়ের বিয়েও নাকি ঠিক হয়েছিল। সম্পর্ক এতটা দূর এগিয়ে কেন তামান্না ও বিজয়ের ছাড়াছাড়ি হয়, তা নিয়ে অবশ্য নানা মুণির নানা মত।
সাক্ষাৎকারে তামান্না জানালেন, ভালাবাসা ও সম্পর্ক এই দুটো অনেকেই গুলিয়ে ফেলে। শুধু নারী বা পুরুষের সম্পর্ক বা ভালোবাসা নয়। তবে হ্যাঁ, প্রেম সবসময়ই একতরফা হয়। এর থেকে বন্ধুত্বই ভালো।
তামান্না স্পষ্টই জানিয়েছেন, তিনি নাকি বিয়ের জন্য একেবারে তৈরি ছিলেন। কিন্তু বেঁকে বসেন বিজয়। বিজয় নাকি জানিয়েছেন, তিনি এখন বিয়ের জন্য তৈরি নন। আর সেই কারণেই বিয়ে ভাঙেন তামান্না। প্রেম করার সময় নাকি, মনের ভিতরের আসল ইচ্ছাটা কখনই ফাঁস করেননি বিজয়। তামান্নার কাছে এটা একেবারেই উচিত করেননি অভিনেতা।
তবে এবার তামান্নার গলায় অন্য সুর। বিজয়কে নিয়ে একটা শব্দও খরচ না করে, নিজেকে ভাল প্রেমিকা তৈরি করার কথাই বললেন তামান্না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ”অন্যকে পরিবর্তন নয়, বরং নিজেকে তৈরি করছি। ভাল প্রেমিকা হওয়ার চেষ্টায় রয়েছি। প্রতিদিন এ বিষয়ে অল্প অল্প পরিবর্তন আনছি। আশা করি, কেউ তো সেই ভাগ্যবান রয়েছে, যে নতুন তামান্নাকে পাবেন। ”
