Manali Manisha Dey: ‘শুভ জন্মদিন বর…’, স্বামীর প্রেমে ভাসল ‘ফুলঝুরি’

Dhulokona-Manali: কিন্তু ফুলঝুরির তো বিয়ে হয়নি, তা হলে কাকে 'বর' বলল সে?

Manali Manisha Dey: 'শুভ জন্মদিন বর...', স্বামীর প্রেমে ভাসল 'ফুলঝুরি'
ফুলঝুরি, ওফরে মানালি মনীষা দে।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2022 | 3:48 PM

স্বামী, পরিচালক ও জীবনের সবচেয়ে কাছের বন্ধু অভিমন্যু মুখোপাধ্যায়ের আজ জন্মদিন (০১.০৩.২০২২)। স্বামীর জন্মদিনে তাঁর উদ্দেশে কী বললেন স্ত্রী এবং অভিনেত্রী মানালি দে? সোশ্যাল মিডিয়ায় তাঁর এবং অভিমন্যুর একটি ছবি পোস্ট করে মানালি লিখেছেন, “শুভ জন্মদিন বর অভিমন্যু মুখোপাধ্যায়। আজ আমার কাছে দিনটা দারুণ দিন। তোমার শর্তহীন প্রেম, প্রশ্রয়, সহায়তা আমাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে। তুমি যেরকম, সেরকম হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাকে খুব ভালবাসি।” কেবল মানালি নন, অভিমন্যুকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ও মানালির ইন্ডাস্ট্রির বন্ধুরা। ফেসবুকে ছবি পোস্ট করে শুভেচ্ছাবার্তা দিয়েছেন তাঁরাও।

লকডাউনে স্বাধীনতা দিবসের দিন বিয়ে করেছিলেন অভিমন্যু ও মানালি। সালটা ছিল ২০২০। ঘরোয়া আয়োজনেই বিয়ে করেছিলেন তাঁরা। ছিমছাম বিয়েতে অভিমন্যুর বাড়িতে দারুণ ডিনারের বন্দোবস্ত হয়েছিল রাতে। মেনুতে ছিল পাঠার মাংস ও ভাত। বিয়ের সময় অভিমন্যুর মা দিল্লিতে আটকে পড়েছিলেন বলে মানালির মন খারাপও হয়েছিল।

কয়েকদিন আগের ঘটনা। ক্যাবসংস্থা উবেরের এক ক্যাব থেকে মাঝরাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল মানালিকে। বেহালা চৌরাস্তার মোড়ে ছিল অভিনেত্রীর গাড়িটি। TV9 বাংলা থেকে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানিয়েছিলেন, প্রতিদিনের মতো এ দিনও মেগার শুটে যাচ্ছিলেন তিনি। নিয়েছিলেন উবের। তাড়া ছিল তাঁর। কিন্তু গাড়ি বেহালা চৌরাস্তার মুখে পৌঁছতেই কয়েকজন অচেনা যুবক তাঁদের গাড়ি ঘিরে ধরে। উবেরের গাড়ি দেখেই নেমে যেতে বলা হয় মানালিকে। শুধু মানালি নন, আশেপাশের অন্যান্য উবের থেকেও যাত্রীদের নেমে যাওয়ার জন্য রীতিমতো জোর দেওয়া হয়। কিছুক্ষণ বচসা চলে। কিন্তু ঝামেলা এড়াতে বাধ্য হতেই রাস্তার মাঝেই নেমে যেতে হয় তাঁকে। ফেসবুকে বড়সড় পোস্টও করেছিলেন অভিনেত্রী। প্রতিবাদ জানিয়েছিলেন।

আরও পড়ুন: Sreelekha Mitra: পছন্দের পুরুষ ফারহান আখতার ফের বিবাহিত, দীর্ঘশ্বাস পড়ছে শ্রীলেখার

আরও পড়ুন: Bhuban Badhyakar Health Update: বাড়ি ফিরলেন ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর, আজ সকালেই হাসপাতাল থেকে সোজা বাড়ি

আরও পড়ুন: Guess the Actor: বাবার কোলে বসে ক্যামেরার দিকে তাকিয়ে বাচ্চা মেয়েটি কে বলুন তো?